২০২৩ সালে ৪ সপ্তাহের উইন্ডোতে 'দ্য হান্ড্রেড'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন
১৬ জুলাই ২৫
আগামী বছর চার সপ্তাহের উইন্ডোতে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেড। এক আগস্ট থেকে শুরু হয়ে ১০০ বলের এই টুর্নামেন্ট চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এর আগের দুই আসরই ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচির সঙ্গে সাংঘর্ষিক ছিল।
ফলে বাধ্য হয়েই উইন্ডো বদলাতে হয়েছে ইংল্যান্ডের। ২০২১ সালে দ্য হান্ড্রেডের প্রথম আসর চলাকালে ভারতের বিপক্ষে সিরিজ ছিল ইংলিশদের। আর চলতি বছর এই ঘরোয়া টুর্নামেন্ট চলাকালে তাদের খেলতে হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে।

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের পরই দ্য হান্ড্রেডের সূচি নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৪ আগস্টের মধ্যেই গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাবে।
এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন
১৩ ঘন্টা আগে
এরপর এলিমিনেটর অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। আর ফাইনাল হবে ২৭ আগস্ট। নক আউটের দুটি ম্যাচই আয়োজন করা হতে পারে লন্ডনে। মূলত ভ্রমণ জটিলতা কাটাতেই এই সিদ্ধান্ত নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত দুই মৌসুমে টুর্নামেন্টটির ব্যপ্তি ৩২ দিন থাকলেও তা এবার কমিয়ে আনা হয়েছে মাত্র ২৭ দিনে। কাউন্টির দলগুলোর প্রস্তাবের কারণেই দ্য হান্ড্রেডের উইন্ডো কমিয়ে আনা হয়েছে।
এই টুর্নামেন্টের জন্য কাউন্টির নতুন সূচির প্রস্তাবও এতদিন ঝুলেছিল। নতুন সূচি অনুযায়ী দ্য হান্ড্রেডে আটদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ভেন্যুতে একইদিনে ছেলে ও মেয়েদের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকইনফো।