টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে ব্যাটারদের দুষলেন পুরান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
নিকোলাস পুরানের নেতৃত্বে বড় স্বপ্ন নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুই ম্যাচ হেরে প্রথম পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে তাদের। ডু অর ডাই ম্যাচে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।
দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন অধিনায়ক পুরানও। তিনি টুর্নামেন্টে ব্যর্থতার জন্য ব্যাটারদের কাঁধে দায় দিয়েছেন। ক্যারিবীয় অধিনায়ক মনে করেন এমন উইকেটে ১৪৫ এর মতো রান ডিফেন্ড করা যেকারো জন্যই বেশ কঠিক কাজ।

তিনি বলেন, ‘এটা খুবই কঠিন, এই টুর্নামেন্টে আমরা মোটেও ভালো ব্যাটিং করিনি। ভালো ব্যাটিং পিচে ১৪৫ রান ডিফেন্ড করা বোলারদের জন্য সত্যিই কঠিন কাজ। এটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে। আয়ারল্যান্ড ভালো ব্যাটিং এবং ভালো বোলিং করেছে।'
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর
১১ জুলাই ২৫
এমন হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পুরান। তিনি মনে করেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দারুণ বোলিং করেছেন টুর্নামেন্ট জুড়ে। তবে ভক্তদের জন্য খারাপ লাগছে ক্যারিবীয় অধিনায়ক পুরানের।
তিনি বলেন, 'আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে, জেসন ভালো বোলিং করছে, কিং দুর্দান্ত ব্যাটিং করছে, জোসেফ আমাদের জন্য ভালো বল করেছেন। এটি আমাদের জন্য একটি শেখার বিষয়। আমরা আমাদের ভক্তদের এবং নিজেদেরকে হতাশ করেছি। এটা অবশ্যই দুঃখ দেবে।'
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। তারা গ্রুপ 'ওয়ান' তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে নিজেদের যাত্রা শুরু করবে আয়ারল্যান্ড।