পাঞ্জাবের সহকারী কোচ হলেন হ্যাডিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের মাঠে ‘নিষিদ্ধ’ হতে পারে কোহলির বেঙ্গালুরু
২৬ জুলাই ২৫
পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন ব্র্যাড হ্যাডিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসর থেকে কিংসের ডাগআউটে দেখা যাবে এই অজি কোচকে। এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
গত আসরে ব্যর্থতার পরই কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্যকে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। বাদ পড়েন দলটির সহকারী কোচ জন্টি রোডস। এবার তার জায়গায় নিয়োগ পেলেন হ্যাডিন।

এর আগেও আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে হ্যাডিনের। অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার-ব্যাটার সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন আইপিএলে।
আইপিএল সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, 'হ্যাডিন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছে। কোচিং স্টাফের বাকি সদস্যদের শীঘ্রই নিয়োগ দেয়া হবে।'
গত আইপিএলের পর কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব। যার অংশ হিসেবে আগেই পরিবর্তন এসেছে প্রধান কোচের পদে। যেখানে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন গত ওয়ানডে বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেলিস।
এর আগে ২০২০ সালে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন অনিল কুম্বলে। সেই সম??? অর্থাৎ সর্বশেষ তিন আইপিএলে প্লে অফে যেতে পারেনি পাঞ্জাব। এমন ব্যর্থতার পর প্রধান কোচের দায়িত্ব থেকে কুম্বলেকে সরিয়ে দেয় দলটি।