বাংলাদেশ দলকে মাহমুদউল্লাহর শুভকামনা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরও কিছুদিন খেলতে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ
২৬ জুলাই ২৫
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ রিয়াদ। সময়ের পরিক্রমায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকেই বাদ পড়েছেন তিনি। দলের সঙ্গে বিশ্বকাপে না খেললেও শুভকামনা জানাতে ভুল করেননি এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আরেক দল পাকিস্তান। গুরুত্বপূর্ণ সিরিজটিতে অংশ নিতে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

প্রায় একই সময়ে দলকে শুভকামনা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'প্রত্যাশা তো সবসময়ই থাকে। আমি বিশ্বাস করি, দল ভালো করবে (বিশ্বকাপে)। আমার শুভকামনা সবসময়ই থাকবে। দোয়া করি, আমাদের দল যেন ভালো করে।'
তাসকিন ইস্যুতে উদ্বিগ্ন হয়ে কর্মশালার আয়োজন করছে বিসিবি
৩ মিনিট আগে
আগামী ২ অক্টোবর সকালে নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে নুরুল হাসান সোহান- মেহেদী হাসান মিরাজদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন সেদিনই।
তারপর একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। ৪ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। এদিকে নিউজিল্যান্ড সফরে যাননি দুই স্ট্যান্ড বাই ক্রিকেটার শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। যদিও এই সফরে যাচ্ছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম।
বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর শুরু হবে এই সিরিজটি। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচটি খেলেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ।