ওভালে খেলবেন না বুমরাহ

ছবি: ওভালে খেলবেন না জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এই ম্যাচ জিতলেই সিরিজ ড্র করতে পারবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বুমরাহর না থাকা বড় ধাক্কা হলেও সিদ্ধান্তটি পুরোপুরি অপ্রত্যাশিত নয়। সিরিজ শুরুর আগেই ঠিক হয়েছিল, পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে খেলবেন বুমরাহ। তিনি অংশ নিয়েছেন প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে।
সিরিজ বাঁচাতে ওভাল টেস্টেও বুমরাহকে খেলাতে পারে ভারত
২৮ জুলাই ২৫
ওভালে তার খেলার সম্ভাবনা ছিল, বিশেষ করে চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর কোচ গৌতম গম্ভীর নিজেই জানিয়েছিলেন বুমরাহ খেলতে প্রস্তুত। তবে দুই দিন পরই তাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখেই ঝুঁকি না নিয়ে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

চতুর্থ টেস্টে নিজের সেরা ফর্মে ছিলেন না বুমরাহ। ওল্ড ট্রাফোর্ডে একমাত্র ইনিংসে ৩৩ ওভার বল করে দেন ১১৫ রান, যা টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে তার সর্বোচ্চ রান দেয়া। সেই সঙ্গে তার গতি কিছুটা কমে যায়, যেখানে ১৪০ কিমি/ঘণ্টা গতির বলের হার নেমে আসে ০.৫ শতাংশে।
পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা
৭ ঘন্টা আগে
বুমরাহর জায়গায় স্কোয়াডে ফিরছেন আকাশ দীপ। চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে না পারা এই পেসার দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন। ঐচ্ছিক অনুশীলনে তাকে বল হাতে ছন্দে দেখা গেছে। আশা করা হচ্ছে, ওভালে তিনি ভালো কিছু করতে পারবেন।
পেস আক্রমণের নেতৃত্ব এবার সামলাতে হবে মোহাম্মদ সিরাজকে। সিরিজে এখন পর্যন্ত ১৩৯ ওভার বল করা সিরাজ নিয়েছেন ১৪ উইকেট, যা তাকে বুমরাহর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়েছে। বোলিংয়ে তাকে সঙ্গ দিতে পারেন আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণা বা ফিট হয়ে ফেরা আর্শদীপ সিং।
বুমরাহর অনুপস্থিতি ছাড়াও ভারতের ব্যাটিং ও স্পিন বিভাগেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উইকেটরক্ষক হিসেবে খেলবেন ধ্রুব জুরেল। ব্যাটিং গভীরতা বাড়াতে শার্দুল ঠাকুরকে একাদশে রাখা হতে পারে, ফলে কুলদীপ যাদবকে হয়তো আবারও বাইরে থাকতে হবে।