আহমেদাবাদের উইকেট জঘন্য!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টোকস থাকলে ওভালে জিততো ইংল্যান্ড’
৫ আগস্ট ২৫
গোলাপি বলের টেস্ট নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের প্রত্যাশার জায়গাটা একটু বেশি। তবে সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি একটুও। কারণ দুইদিনে শেষ হওয়া টেস্টে ছিল না সাদা পোশাকের ক্রিকেটের প্রানবন্ত রোমাঞ্চ। স্পিন স্বর্গে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।
যেখানে মাত্র ২ দিনে ৩০ উইকেট তুলে নিয়েছে বোলার। ৫ দিনের টেস্ট মাত্র ২ দিনে শেষ হওয়ায় প্রশ্ন ওঠছে আহমেদাবাদের উইকেট নিয়ে। যদিও অনেকের ধারণা এরকম উইকেটে ব্যাটসম্যানদের ফুটওয়ার্কের ঘাটতি ছিল। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট জঘন্য বলে মন্তব্য করেছেন মাইকেল ভন। উইকেট নিয়ে সমালোচনা করেছেন যুবরাজ সিংও।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন টুইটারে লিখেছেন, ‘আকর্ষণীয় ক্রিকেট...কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য এটা অত্যন্ত খারাপ একটা উইকেট। দ্বিতীয় দিনে ব্যাপারটা পুরো লটারি হয়ে গিয়েছিল।’
পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা
৩০ জুলাই ২৫
উইকেট নিয়ে প্রশ্ন তুললেও দারুণ পারফরম্যান্সের জন্য অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ। ভারতের বিশ্বকাপ জয়ী এই সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘দুদিনে খেলা শেষ হয়ে গেল! জানি না, এটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন কি না। এই ধরনের উইকেটে যদি অনিল কুম্বলে আর হরভজন সিংহ বল করত, তা হলে ওদের কত উইকেট হতো? হাজার আর ৮০০? যাই হোক, অভিনন্দন অক্ষর। কী দারুণ স্পেল। অভিনন্দন অশ্বিন।’
ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার অবশ্য ফুটওয়ার্ক ভাল না হওয়ার খেসারত দিতে হলো ব্যাটসম্যানদের। তিনি মনে করেন, ব্যাটসম্যানরা আরও বুঝে শুনে ব্যাটিং করতে পারতো। এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ব্যাটসম্যানরা বলের কাছে পৌঁছতে পারছে না। যদি অনেকটা পা বাড়িয়ে খেলা যায়, তা হলে বল প্যাডে লাগলেও আম্পায়াররা এলবিডব্লিউ দিতে দ্বিধা করবে। কিন্তু এখানে ব্যাটসম্যানরা সেটা করছে না।’
ভারতের সাবেক এই ওপেনারের কথার সঙ্গে সুর মিলিয়েছেন গ্রায়েম সোয়ানও। ইংল্যান্ডের সাবেক এই অফস্পিনার বলেন, ‘স্পিনের বিপক্ষে সে রকম ব্যাটিং দক্ষতা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। মাইকেল ক্লার্ক বা মাইকেল হাসির মতো ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক অত্যন্ত ক্ষিপ্র ছিল। সামনের পায়ে খেললে স্পিনটাকে নির্বিষ করে দেওয়া যায়।’