চেন্নাই-হরভজনের সম্পর্ক ছিন্ন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষৌয়ের মেন্টরের দায়িত্ব ছাড়লেন জহির খান

১৮ সেপ্টেম্বর ২৫
লক্ষৌয়ের জার্সিতে জহির খান

আরব আমিরাতের মাটিতে ক'দিন আগেই আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংস প্রথমবারের মত টুর্নামেন্টের সেরা ৪ এ জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে । আর এতেই নড়ে চড়ে বসেছে দলটির নীতি নির্ধারকরা। নতুন পরিকল্পনার অংশ হিসেবেই বুড়িয়ে যাওয়া কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়ে তরুণদের উপরে বিনোয়োগে আগ্রহী দলটি।


তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই নতুন এই পরিকল্পনার অংশ হিসেবেই চেন্নাই নতুন করে চুক্তি নবায়ণ করেনি অভিজ্ঞ স্পিনার হরভরজন সিংয়ের সঙ্গে। আর এই খবরের হরভজন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে নিশ্চিত করেন। একই সঙ্গে দলকে শুভকামনাও জানিয়েছেন তিনি।


হরভজন টুইটারে জানান, 'চেন্নাইয়ের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এই দলের পক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা ছিলো। সুন্দর কিছু মুহূর্ত ও কয়েকজন ভালো বন্ধু পেয়েছি যা ভবিষ্যতের বছরগুলোতে আমার অনেকদিন মনে থাকবে। চেন্নাই দল, টিম ম্যানেজমেন্ট, কর্মকর্তা এবং শুভান্যুধ্যায়ীদের দারুণ ২ বছরের জন্য ধন্যবাদ। শুভকামনা।'


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও বয়সের হিসেবে আরও ২-৩ মৌসুম চেন্নাইকে সার্ভিস দেয়ার অবস্থায় আছেন মহেন্দ্র সিং ধোনি। আর সফল এই অধিনায়ককে ধরে রাখবে তারা। এছাড়াও দলের ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান সুরেশ রায়নাকেও ধরে রাখার নিশ্চয়তা আগেই দেয়া হয়েছে চেন্নাইয়ের পক্ষ থেকে।


শেন ওয়াটসন অবসরে যাওয়ায় তার না থাকা নিশ্চিত। আর কেদার যাদবকে ছেড়ে দেয়ার তথ্যও ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে দলীয় কতৃপক্ষ। তবে দলকে কয়েক মৌসুম নিয়মিত সার্ভিস দেয়া ক্রিকেটার আম্বাতি রায়ুডু এবং মুরালি বিজয়কেও ছাড়তে পারে চেন্নাই। এছাড়া গেল নিলাম থেকে বড় অংকে পিযুশ চাওলাকে কিনলেও তাকেও নিলামে উন্মুক্ত করে দিতে পারে চেন্নাই কর্তৃপক্ষ।


হরভজন ও যাদবের সঙ্গে কেএম আসিফ, মনু কুমার, ইমরান তাহির, মিচেল স্যান্টনার, লুঙ্গি এনগিডি, কর্ন শর্মা এবং শাই কিশোরকেও ছেড়ে দেয়ার ভাবনায় আছে চেন্নাই। নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছে নতুন মৌসুমে নতুন রূপে ফিরতে মরিয়া আইপিএলের অন্যতম সফল এই দল।


২০২২ সালে ১০ দল নিয়ে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। ফলে আইপিএলের এবারের আসরে হচ্ছে না মেগা নিলাম। টুর্নামেন্ট কতৃপক্ষের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নতুন মৌসুম শুরুর ২০ জানুয়ারি দলগুলো তাঁদের রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball