তামিমকে গান শুনিয়ে বিব্রত করেছিলেন ধাওয়ান!

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালে বাংলাদেশে সিরিজ খেলতে আসে ভারত। সেই সিরিজের কোনও একটি ওয়ানডেতে ব্যাটিংয়ে থাকা তামিম ইকবালকে স্লিপ পজিশনে ফিল্ডিং করা শিখর ধাওয়ান গান শুনিয়ে বিব্রত করেন। আচমকা গান শুনে তামিম বুঝতেই পারেননি কোথা থেকে এই গান ভেসে আসছে।


সম্প্রতি এই কাহিনী তুলে ধরেছেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। সতীর্থ দুই ওপেনার ধাওয়ান ও মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এমনটা জানান তিনি।


promotional_ad

রোহিত বলেন, '২০১৫ সালে আমরা বাংলাদেশে খেলতে গিয়েছিলাম। কোনও এক ম্যাচে আমি প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলাম। ধাওয়ান ছিল তৃতীয় স্লিপে। হঠাৎ সে জোরে জোরে গান শুরু করল। বোলার ততক্ষণে দৌড় শুরু করেছে। ব্যাটিংয়ে থাকা তামিম ইকবাল অবাক হয়ে যায়। 


সে শুরুতে বুঝতে পারেনি এই গান কোথা থেকে আসছে। এখন বলতে হয়তো তেমনটা মজা লাগছে না। কিন্তু মাঠে যখন এমনটা ঘটে তখন আমরা আমাদের হাসি ধরে রাখতে পারিনি। এটা সত্যিই মজার ছিল।'


সেই সিরিজে অবশ্য শেষ হাসি হেসেছিল বাংলাদেশ। ভারতকে ২-১ ব্যবধানে হারায় তারা।


করোনার এই প্রকোপ চলায় মাঠে অনেকদিন ধরে খেলা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাই ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। ভক্তদের নানানভাবে বিনোদন দিচ্ছে ক্রিকেটাররা।


ভারতের ওপেনার ধাওয়ানও প্রায় সময় নিজের গান বা নাচের ভিডিও করে সেটিকে পোস্ট করছেন। মূলত এনিয়েই আগারওয়াল, রোহিতের মধ্যে এই আলোচনা উঠে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball