আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে ইয়াসির রাব্বি

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতন সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি।
বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লীগে ধারাবাহিক পারফর্মমেন্সের উপহার পেয়েছেন ইয়াসির। প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১০৫ গড়ে ৪২৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১০০।

সুযোগ পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া নাঈম হাসান এবং আবু জায়েদ রাহিও। টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য হলেও প্রথমবারের মত ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই দুই ক্রিকেটার।
এই সিরিজে ডাক পাওয়ার পাশাপাশি রাহিকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডেও। এছাড়া বাকি সদস্যদেরকেও আয়ারল্যান্ড সফরের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ রাহি।