ভারত দলে ডাক পেয়ে খুবই ‘স্পেশাল ও অবাস্তব’ লাগছে সুদর্শনের

ছবি: ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই আছেন সাই সুদর্শন, ফাইল ফটো

সুদর্শন বর্তমানে ভারতের ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে নিয়মিত খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার সংগ্রহ এক হাজার ৯৯৭ রান, গড় ৩৯.৯৩। ইতোমধ্যেই করেছেন সাতটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
২২ ঘন্টা আগে
টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে সুদর্শন বলেন, 'অবশ্যই, খুব ভালো লাগছে। সত্যি বলতে, খুবই স্পেশাল ও অবাস্তব মনে হচ্ছে। যে কোনো ক্রিকেটার, যে কোনো তরুণ ক্রিকেটার, যে কিনা ক্রিকেট খেলা শুরু করে, সে টেস্ট ক্রিকেট খেলতে চায়, দেশের হয়ে খেলতে চায়। টেস্ট ক্রিকেট খেলাটাই সব সময় চূড়ান্ত লক্ষ্য থাকে। তাই আমি সত্যিই ভীষণ খুশি।'
সুদর্শনের অন্তর্ভুক্তি এমন সময়ে যখন টেস্ট দল থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা। ভারতের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সেক্ষেত্রে শীর্ষ সারির ব্যাটার হিসেবে মাঠে নামার সম্ভাবনা আছে সুদর্শনের।

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল
২২ ঘন্টা আগে
সুদর্শন নিজেও জানিয়েছেন, দলের প্রয়োজনে ওপেনিং হোক বা মিডল অর্ডার- সব পজিশনেই খেলতে প্রস্তুত তিনি, 'আমার মনে হয়, দেশের হয়ে খেলাটাই একজন ক্রিকেটারের জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাই কোনো নির্দিষ্ট পজিশনে খেলতে চাই কিনা তা বেছে নেওয়ার মতো অবস্থানে আমি নেই। কোচরা যেখানেই আমাকে খেলতে বলবেন, আমি অবশ্যই মানসিকভাবে ও দক্ষতার দিক থেকে সেই সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করব।'
চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সুদর্শন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ৬৩৮ রান। গড় ৫৩.১৬ এবং স্ট্রাইক রেট ১৫৫.৯৯। গুজরাটের অধিনায়ক শুভমান গিলই হয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।
এই প্রসঙ্গে সুদর্শন বলেন, 'গত কয়েক বছরে শুভমানের উন্নতির আমিও একজন অংশীদার। আমার প্রথম টেস্ট সিরিজ তার নেতৃত্বে খেলতে পেরে আমি কৃতজ্ঞ ও খুব খুশি।'