পিএসএল খেলতে যাচ্ছেন সাব্বিরও

ছবি:

মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রিয়াদ ও মুস্তাফিজের পিএসএল খেলার খবরটি আগে থেকে জানা থাকলেও সাব্বিরের পিএসএলে সুযোগ পাওয়া নতুন খবর।
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দল পেশোয়ার জালমির হয়ে প্রথমবারের মত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া সাব্বিরকে পিএসএল খেলার অনাপত্তি পত্র দিয়েছে বিসিবি।
এদিকে হাতের ইনজুরির কারনে সাকিব না খেললেও তামিম ও সাব্বিরকে পেশোয়ারের জার্সিতে দেখা যাবে। তামিম ইকবাল ভিসা জটিলতার কারনে এখনো বিলম্বে দলের সাথে যোগ দিবেন।

কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে অলরাউন্ডার মাহমুদল্লাহ দ্বিতীয়বারের মত পিএসএল খেলতে যাচ্ছেন। মুস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কালান্দারসের হয়ে। গত আসরেও দলে ছিলেন তিনি, কিন্তু ইনজুরির কারনে খেলতে পারেননি।
এবারই প্রথম পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অভিজ্ঞতা হবে মুস্তাফিজুর রহমানের। জানিয়ে রাখা ভালো, ২২ ফেব্রুয়ারি কোয়েট্টা ও করাচী কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএলের তৃতীয় আসর।
সূত্রঃ ডেইলি স্টার