সাকিবের বদলী ডওসন

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু হাতের ইনজুরির কার??ে পিএসএল খেলতে পারছেন না এই টাইগার অলরাউন্ডার।
ইনজুরির কারনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি খেলতে পারেননি সাকিব। সাকিবের জায়গায় সুযোগ পেতে যাচ্ছেন ইংলিশ স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডওসন।
এখন পর্যন্ত ১১২ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই এই বাঁহাতি। ব্যাটে বলে সমান পারদর্শী (টি-টুয়েন্টি উইকেটঃ ৮৩, রানঃ ৯৬১) এই অলরাউন্ডারকে পুরো আসরের জন্য পেতে যাচ্ছে পেশোয়ার জালমি।

ডওসন ছাড়াও জালমি স্কোয়াডে আছেন আরেক ইংলিশম্যান ক্রিস জর্ডান, ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্যারেম স্যামি, এভিন লুইস, বাংলাদেশি স্টার ওপেনার তামিম ইকবালের মত তারকারা।
এবারের মৌসুমে পেশোয়ার জালমি তাদের প্রথম ম্যাচ খেলবে নতুন দল মুলতান সুলতানের বিপক্ষে। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের তৃতীয় আসরে উদ্বোধনী ম্যাচ খেলবে তামিমরা।
পেশোয়ার জালমি স্কোয়াড:
ড্যারেন স্যামি ( অধিনায়ক), সাকিব আল হাসান/ লিয়াম ডওসন, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, হাসান আলী, হারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগর, ডোয়াইন ব্রাভো, হাম্মাদ আজম, সাদ নাসিম, তৈমুর সুলতান, সামেন গুল, ইবতিসিয়াম শেখ, এভিন লুইস।