অস্ট্রেলিয়া সিরিজের আগে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা

ছবি:

আগামী মাসের ১ তারিখ থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আর সিরিজের প্রথম টেস্টেই ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং উইকেট রক্ষক কুইন্টন ডি কক।
ডি ভিলিয়ার্স এবং ডি ককের ফেরার সম্ভাবনা থাকলেও অধিনায়ক ডু প্লেসিস এবং মিডেল অর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমার ইনজুরি ভাবাচ্ছে প্রোটিয়া শিবিরকে। প্রথম টেস্টের আগে এই দুজন সুস্থ হয়ে উঠবেন কিনা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।
এছাড়া ফাস্ট বোলার ডেল স্টেইন সিরিজের প্রথম দুই টেস্টেও খেলতে পারবেননা। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড আশা করছে সিরিজের তৃতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরিতে থাকায় দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় আছে দেশটির ক্রিকেট বোর্ড। দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজে ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন,
'দলের সিনিয়র ক্রিকেটাররা ইনজুরির কারণে দলে নেই যা দলে থাকা ক্রিকেটারদের উপরেও প্রভাব ফেলছে। আশা করছি অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এবি এবং ডি কককে আমরা দলে ফিরে পাবো।
এছাড়াও ডু প্লেসিসকে নিয়েও আমরা আশাবাদী যে তিনিও সুস্থ হয়ে উঠবেন। ফাফের ছয় সপ্তাহ সময় লাগার কথা পুরোপুরি সেরে উঠতে, আশা করছি প্রথম টেস্টে সে খেলতে পারবে।
টেম্বার ব্যাপারেও আমরা আশাবাদী। যদিও তাদের দুজনের ইনজুরি সেরে উঠতে সময় লাগবে তারপরও আমরা আশাবাদী। আর সিরিজের তৃতীয় টেস্টের আগেই স্টেইন সুস্থ হয়ে উঠবে বলেও আশা করি।'