কলকাতার অধিনায়ক কে?

ছবি:

আইপিএলের ১১তম আসরকে ঘিরে দ্বিধাদ্বন্দ্বে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মৌসুমে দলটির অধিনায়ক কে হচ্ছেন সেটা নিয়ে এখনও খোলামেলা ভাবে কিছু জানা যায়নি।
নাইট রাইডার্সকে দুই বার শিরোপা এনে দেয়া অধিনায়ক গৌতম গম্ভীরকে আসন্ন আসরের জন্য নিলামে উন্মুক্ত করে দেয় দলটি। আর নিলামে তাকে দলে ভেড়ায় দিল্লী ডেয়ারডেভিলস।
তবে শোনা যাচ্ছে আসন্ন আসরে নাইট রাইডার্সদের অধিনায়ক হিসেবে দেখা জেতে পারে অজি হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস লিনকে। এমনই ইঙ্গিত দিয়েছেন নাইট রাইডার্সের হেড কোচ দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি ব্যাটসম্যান জ্যাক ক্যালিস।

ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। এদিকে নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হলে সেটাকে ভালোভাবেই পূরণ করবেন বলে জানিয়েছেন লিন।
ক্রিকেট ডট কম ডট এ ইউকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সুযোগটি লুফে নিতে মরিয়া হয়ে আছেন তিনি। বিধ্বংসী ক্রিস লিনের ভাষ্যমতে, 'আমাকে এই দায়িত্ব দেয়া হলে আমি সেটাকে অবশ্যই লুফে নিবো।
আর নাইট রাইডার্সের কোচিং স্টাফ অনেক ভালো। ক্যাটিচ, ক্যালিস এবং স্ট্রিকরাও আমাকে সাহায্য করবেন। আমি নির্ভার হয়ে দায়িত্বটি পালন করতে পারবো সহজেই।'