পারলেন না সৌম্য

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এবারের মৌসুমের সর্বোচ্চ গড়েছে মোহামেডান। আগে ব্যাট করে মিরপুরের মাঠে ৩৩৫ রান তুলেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
বড় স্কোর তাড়া করতে হলে অগ্রণী ব্যাংকের ওপেনিং জুটি ভালো করা আবশ্যক ছিল। সেটা হতে দিল না মোহামেডানের বোলাররা। কঠিন পুঁজি সামনে নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেল অগ্রণী ব্যাংক।
ইনফর্ম ওপেনার সৌম্য সরকারকে শুন্য রানে সাজঘরে ফিরতে হয়। পেসার শুভাশিষ রয়ের বলে দুই দল খেলে শুন্য রানে বোল্ড হন তিনি। একই পথে হাটেন আরেক ওপেনার আজমির। ৭ রান করে এনামুলের বলে ফিরতে হয় তাকে।

অগ্রণী ব্যাংকঃ
সৌম্য সরকার, আব্দুর রাজ্জাক, আজমির আহমেদ, শাহরিয়ার নাফিস, জাহিদ জাবেদ, রাফাতুল্লাহ মোহাম্মদ, ধিমান ঘোষ, সালমান হোসাইন, আল আমিন হোসাইন, শফিউল ইসলাম, মোহাম্মদ ইসহাক।
মোহামেডানঃ
জনি তালুকদার, রনি তালুকদার, শামসুর রহমান, আমিনুল ইসলাম, রাকিবুল হাসান, এনামুল হক (২), ইরফান শুকুর, কাজি অনিক, তাইজুল ইসলাম, শুভাশিষ রয়, বিপুল শর্মা।