সাকিব-তামিমদের পিএসএল সূচি

ছবি:

চলতি মাসের ২২ তারিখ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় অাসর। আসন্ন এই টুর্নামেন্টটিকে সামনে রেখে গেল বছরের ১২ নভেম্বর অনিষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।
এই ড্রাফট থেকেই নিজেদের পছন্দের খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে গেল আসরের মত এবারের আসরেও পেশোয়ার জালমির জার্সিতে পিএসএল মাতাতে দেখা যাবে দুই টাইগার ক্রিকেটার সাকিব অাল হাসান এবং তামিম ইকবালকে।
ড্রাফট থেকে তামিমকে দলে নিলেও আগেই সাকিবকে ধরে রেখেছিল দলটি। যদিও তাদের দুইজনকে পুরো মৌসুমের জন্য পাচ্ছেনা স্যামি বাহিনী। ৬-১৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি ত্রিদেশী সিরিজ খেলবে বাংলাদেশ।
যেকারণে প্রথমের কয়েকটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হবে তাদের। তবে লঙ্কানদের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর আবারও জালমি শিবিরে যোগ দিবেন এই দুই ক্রিকেটার।
অাসুন দেখে নিন পিএসএলে সাকিব, তামিমদের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময় সূচি।
২২ ফেব্রুয়ারি, রাত ১০: ০০, পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান।

২৪ ফেব্রুয়ারি, সন্ধা ৬: ৩০, পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড।
২৫ ফেব্রুয়ারি, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম করাচি কিংস।
১ মার্চ, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
৩ মার্চ, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স
৬ মার্চ, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান।
৯ মার্চ, রাত ৯:০০, পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড।
১০ মার্চ, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
১৫ মার্চ, সন্ধা ৬: ৩০, পেশোয়ার জালমি বনাম করাচি কিংস।
১৬ মার্চ, রাত ৯: ০০, পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স।