'আমার বিশ্বাস বাংলাদেশ শক্তভাবেই ঘুরে দাঁড়াবে'

ছবি:

টেস্ট সিরিজে বাংলাদেশকে হারানোর পর টি-টুয়েন্টি সিরিজেও রিয়াদ বাহিনীকে হোয়াইট ওয়াশ করলো সফরকারীরা। রবিবার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টাইগারদের ৭৫ রানে হারায় লঙ্কানরা।
সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ খারাপ খেললেও লঙ্কান দলপতি দীনেশ চান্দিমাল আশাবাদী দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান এই ডানহাতি ব্যাটসম্যান।

এছাড়াও তিনি মনে করেন, ক্রিকেটে খারাপ সময় যেকোন দলেরই আসতে পারে। কিন্তু বাংলাদেশ যেকোন দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম বলেও জানান এই লঙ্কান। সংবাদ সম্মেলনে এসে চান্দিমাল বলেন,
'বাংলাদেশ খুব ভালো দল। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে তারা খুব ভালো খেলছে। আমি যতটুক জানি বাংলাদেশ যেকোনো দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম। তারা হারতেই পারে।
বিগত কয়েক বছর আমরা খুবই বাজে সময় পার করেছি। এটা ক্রিকেটেরই একটা অংশ। আমার বিশ্বাস তারা শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। আমরা আমাদের প্ল্যান মত খেলেছি আর খেলোয়াড়রাও প্ল্যান গুলোকে কাজে লাগাতে পেরেছে।'