'টি-টুয়েন্টি কমিয়ে ফ্র্যাঞ্চাইজি লীগ বেশী খেলো'

ছবি:

শুধু মাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপের আগের ছয় মাস টি-টুয়েন্টি ম্যাচ খেলা উচিত ক্রিকেট বিশ্বের দলগুলোর। এমনটাই মন্তব্য করেছেন ইংলিশ কোচ ট্রেভর বেইলিস।
চলমান ট্রান্স তাসমান টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশরা ২ রানের জয় তুলে নিলেও ফাইনালে জেতে পারেনি। আর এই ম্যাচ শেষ হওয়ার পরই এমন মন্তব্য করেন তিনি।
২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ হওয়া সত্ত্বেও নিজেদের শেষ ১৩টি টি-টুয়েন্টির মধ্যে মাত্র ৫টিতে জিতেছে ইংলিশরা। আর রবিবার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থেকে বিদায় নেয়ার পর স্কাই স্পোর্টস দেয়া এক সাক্ষাতকারে বেইলিস এমনটাই জানিয়েছেন।

তার মতে, বিশ্বকাপ চার বছর পর পর হওয়ার কারণে শুধু মাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা উচিত সারা বছর। আর বিশ্বকাপের আগের ছয় মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলা উচিত সবার। তিনি বলেন,
'চার বছর পর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ হলে আন্তর্জাতিক দলগুলোর উচিত বিশ্বকাপের আগের ছয় মাস টি-টুয়েন্টি ম্যাচ খেলা। আর বাকি সময় শুধু ফ্র্যাঞ্চাইজি লীগে মনোযোগ দেয়া উচিত। আমি নিজে হলে টি-টুয়েন্টিই খেলতাম না'
উল্লেখ্য যে, চলমান ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ষষ্ট ম্যাচে কিউইদের বিপক্ষে ২ রানে জিতলেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি ইংলিশরা। বুধবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।