ইনজুরিতে জর্জরিত দক্ষিণ আফ্রিকা

ছবি:

ভারতের কাছে ওয়ানডে সিরিজে ৫-১ ব্যবধানে হারার পর এমনিতেই ব্যাকফুটে ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজেও বড় ধাক্কা খেল প্রোটিয়ারা।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছেন না বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এর আগে ইনজুরির কারনেই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।
জানা গিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডে চলাকালীন সময়ে হাঁটুতে চোট পান তিনি। যদিও এই চোট নিয়েই সিরিজের শেষ ওয়ানডেতেও খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে তাকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ চলাকালীন সময়ই জানা যায় পুরো টি-টুয়েন্টি সিরিজেই খেলা হচ্ছেনা ডি ভিলিয়ার্সের।
তবে তার বদলি হিসেবে কাকে নেয়া হচ্ছে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এদিকে ইনজুরি সমস্যার কারণেই নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং কুইন্টন ডি কককে ছাড়াই চলমান সিরিজ খেলছে স্বাগতিকরা।
ডি ভিলিয়ার্সের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানান, 'পঞ্চম ওয়ানডেতে সে হাঁটুতে চোট পেয়েছে, যদিও শুক্রবার ফিটনেস টেস্টে সে পাস করেছে। তারপরও আমরা ওকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছিনা'