আশা বাঁচিয়ে রাখছেন রিয়াদ

ছবি:

বাংলাদেশঃ ১০৯/৫, রিয়াদ ৪০* সাইফ ১৯।
ওভারঃ ১৪
শ্রীলঙ্কাঃ ২১০/৩, মেন্ডিস ৭০, গুনাথিলাকা ৪২।
ওভারঃ ২০, মুস্তাফিজ ১/৩৯, সৌম্য, ১/২৫
দুঃস্বপ্নে পাওয়ারপ্লেঃ
দ্বিতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গত ম্যাচে দারুন ব্যাটিং করা সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ৪ বল খেলে ০ রান করে আকিলা ধনঞ্জয়ার অফ স্পিনে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
ঠিক পরের ওভারে মাধুসাংকার বলে ছয় হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ক্যাচ আউট হন তিন নম্বরে নামা মুশফিকুর রহিম। ৬ রান যোগ করে সাজঘরে ফিরতে হয় গত ম্যাচে ফিফটি করা মুশফিককে। আসা যাওয়ার মিছিলে যোগ দেন মিঠুনও।

৫ রান যোগ করে মাধুসাংকাকে উইকেট দিয়ে আসেন তিনি। ব্যাটিং পাওয়ারপ্লেতে টানা তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ছয় ওভারে মাত্র ৪০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
তামিম-রিয়াদে আশাঃ
খাঁদের কিনা থেকে বাংলাদেশে টেনে তোলে ওপেনার তামিম ও অধিনায়ক রিয়াদ। সপ্তম ওভারে বাংলাদেশের স্কোর পঞ্চাশ ছাড়া করে এই জুটি. জুটি গড়ে বাংলাদেশকে সঠিক পথে ফেরাচ্ছিল এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।
ফের লঙ্কানদের জোড়া আঘাতঃ
কিন্তু রান রেটের সাথে পাল্লা দিতে গিয়ে বাঁহাতি স্পিনার আপন্সকে উইকেট দিয়ে আসেন ভালো খেলতে থামা তামিম ইকবাল। ২৯ রান যোগ করে দলীয় ৫৯ রানে আউট হন তিনি। ব্যর্থ হন নবাগত আরিফুলও। লেগ স্পিনার মেন্ডিসের সোজা বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।
বাংলাদেশের সেঞ্চুরিঃ
পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে বাংলাদেশকে আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাইফকে নিয়ে লড়াই চালিয়ে দলের স্কোর বাড়িয়ে নেন তিনি। ১৪তম ওভারে বাংলাদেশের স্কোর একশ ছাড়া করে।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন।
শ্রীলঙ্কা একাদশ-
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক ও অধিনায়ক), জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আমিলা আপনসো, আকিলা ধনঞ্জয়া, শিহান মাদুশাংকা, ইসুরু উদানা।