লঙ্কান ক্যাম্পে ইনজুরি ধাক্কা

ছবি:

শ্রীলঙ্কান অলরাউন্ডার আসেলা গুনারাত্না বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পেয়েছেন তিনি। ইনজুরি বেশ গুরুতর বিধায় স্কোয়াড থেকে ছাটাই করা হয়েছে তাকে।
ইনজুরির কারনে দ্রুত কলম্বো ফিরতে হচ্ছে ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারকে। সেখানে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পূর্বে গুনারাত্নার হাতে এমআরআই স্ক্যান করা হবে।
এর আগে গত বছর বাম হাতের ইনজুরির কারনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি এই অলরাউন্ডার। তার উপর পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

এদিকে ইনজুরির কারনে টি-টুয়েন্টি সিরিজে হার্ড হিটিং ওপেনার কুসাল পেরেরাকেও পাচ্ছে না লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরির কারনে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছেন না পেরেরা।
বদলী হিসেবে টি-টুয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন টেস্ট সিরিজে ভালো খেলা কুসাল মেন্ডিস। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গুনারাত্নার বদলী হিসেবে কারো না ঘোষণা করা হবে না।
এর আগে সীমিত ওভার ক্রিকেটের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ছাড়াই মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে খেলতে পারছেন না তিনি।