বিশ্ব একাদশ খেলবে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

ছবি:

বিশ্ব টি-টুয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির বিশ্ব একাদশ ইংল্যান্ডের লর্ডসে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ক্যারিবিয়ান দ্বীপ ডমিনিকা ও অ্যাঙ্গুলিয়ায় প্রবল সামুদ্রিক ঝড়ে আক্রান্তদের পুনর্বাসনের সাহায্যে ম্যাচটি আয়োজন করা হবে।
দুই সপ্তাহের ব্যবধানে পাঁচবার ঝড়ের কবলে পড়তে হয়েছে স্থানীয়দের। যা ডমিনিকা ও অ্যাঙ্গুলিয়া অঞ্চলকে রীতিমত ধ্বংসস্তূপে পরিনত করেছে। তাই স্থানীয় দুর্গতদের সাহায্যার্থে ম্যাচ আয়োজনের মাধ্যমে তহবিল গঠন করা হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সমন্বয়ে চলতি বছরের মে মাসের ৩০ তারিখ লর্ডসের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইসিসি স্বীকৃত এই ম্যাচটি স্কাই স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
ইংল্যান্ড দলের জন্য গ্রীষ্মের ব্যস্ত সূচি শুরু হবে মে মাস থেকেই। লর্ডসের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে জো রুটের ইংল্যান্ড দল।
একই সময় আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। মে মাসের ২৭ তারিখ আইপিএলের ফাইলানের তিন দিন পর ম্যাচটি আয়োজন করা হবে। বিশ্বের সব দেশের প্রতিনিধি নিয়েই গঠিত বিশ্ব একাদশের বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।