টেস্টের পর টি-টুয়েন্টির অধিনায়কও মাহমুদুল্লাহ

ছবি:

সাকিব আল হাসানকে অধিনায়ক করেই শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকরা। কিন্তু হাতের ইনজুরি সাকিবকে সহসা মাঠে ফিরতে দিচ্ছে না। যার কারনে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে নির্বাচকদের।
একই সাথে টি-টুয়েন্টির জন্য নতুন করে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন টেস্ট দলের নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহ রিয়াদ।
আর সাকিবের বদলী হিসেবে বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন আপুকে সুযোগ দেয়া হয়েছে। বিপিএলে চ্যাম্পিয়ন দল রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।

অন্যদিকে মাহমুদুল্লাহর জন্য আন্তর্জাতিক টি-টুয়েন্টির অধিনায়কত্ব করা প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে ঘরোয়া টি-টুয়েন্টির প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লীগে রিয়াদের নেতৃত্ব দানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাস নেই।
বিপিএল শিরোপা জিততে না পারলেও নিয়মিত দলকে সেরা চারে নিয়ে গিয়েছেন তিনি। ব্যাটে দলে প্রতি বিপিএলেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
টাইগারদের পরিবর্তিত স্কোয়াডঃ
মাহমুদুল্লাহ - ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোঃ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন আপু।