'আমি নির্দোষ'

ছবি:

নিজেকে নির্দোষ দাবী করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। গেল বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলের নাইটক্লাবে মারামারি করার ঘটনায় নিজেকে নির্দোষ হিসেবে দাবী করছেন তিনি।
ব্রিস্টল ক্রাউন কোর্টে স্টোকসের মামলার শুনানি চলছে। রবিবার ১২ই ফেব্রুয়ারি এই ঘটনার প্রথম শুনানি ছিল সেখানেই। আর সেখানেই নিজেকে নির্দোষ বলে দাবী করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
এই ঘটনায় আটককৃত বাকি দুই আসামী রায়ান হেল এবং রায়ান আলীও নিজেদের নির্দোষ দাবী করেছেন। এদিকে আগামী মাসে আবারও এই মামলার জন্য কোর্টে হাজির হতে হবে স্টোকসকে।

তবে জাতীয় দলের হয়ে খেলতে কোন বাঁধা নেই তাঁর। যেকারণে চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশদের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে বাঁধা নেই তাঁর। এদিকে স্টোকস জানিয়েছেন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি বলেন,
'আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমার নাম এই মামলা থেকে উঠিয়ে নিতে পারবো। সেই জন্য আমাকে পরবর্তী ট্র্যায়ালের জন্য অপেক্ষা করতে হবে। তবে এর মধ্য দিয়েই সেদিন কি হয়েছিল আমি সকলের কাছে তুলে ধরতে পারবো এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো।'
সূত্রঃ ইসপিএন