টি২০ হবে ক্রিকেটের একমাত্র ফরম্যাটঃ বাটলার

ছবি:

ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি মনে করেন ১৫-২০ বছর অথবা তারও আগে ক্রিকেট এক ফরম্যাটের খেলায় রূপান্তরিত হবে।
যেখানে আধিপত্য বিরাজ করবে শুধু টি২০ ক্রিকেট। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাটলার। যদিও টেস্ট ক্রিকেট এই ইংলিশ ক্রিকেটারের পছন্দের শীর্ষে রয়েছে।
এই প্রসঙ্গে বাটলার বলেন, "আমি মনে করি ক্রিকেট ভবিষ্যতে এক ফরম্যাটের খেলায় রূপান্তরিত হবে। এটি হতে পারে ১৫-২০ বছর অথবা তারও আগে। টেস্ট ক্রিকেট এখনও আমার পছন্দের শীর্ষে। কিন্তু সহজেই টি২০ ক্রিকেটের সাথে থাকা যায় এবং অনুসরণ করা যায়, ফলে দর্শকপূর্ণ থাকে স্টেডিয়াম।"

এদিকে, টেস্ট ক্রিকেট বিলুপ্ত হলে সবাই দুঃখ পাবে বলে মনে করেন তিনি। তারপরও দিন দিন টি২০ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে তা অনুধাবন করছেন এই ইংলিশ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে টি২০ ক্রিকেটের মতো খুব বেশি অনিশ্চয়তা নেই বলেও ধারণা তার।
এই প্রসঙ্গে বাটলার বলেন, "আমরা সবাই টেস্ট ক্রিকেটের ইতিহাসকে ভালোবাসি। টেস্টে আপনাকে টি২০র মতো সুযোগ হাতছাড়া করার মতো পরিস্থিতিতে পড়তে হবে না। টেস্ট ক্রিকেট যদি বিলুপ্ত হয় তবে আমরা সবাই দুঃখ পাবো। কিন্তু পণ্য হিসেবে টি২০ দিনকে দিন শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে।"
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে নীতিনির্ধারদের উপায় খোঁজার তাগিদ দিয়েছেন বাটলার। তার মতে, "আশা করছি নীতিনির্ধারকরা টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করার উপায় খুঁজবেন। এটা আসলেই চমৎকার এবং আমি এই ফরম্যাটে খেলতে ভালোবাসি।"