রিয়াদের সঙ্গে পিএসএল মাতাবেন যারা

ছবি:

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসর। মাত্র সপ্তাহ দুই পরই মাঠে গরাবে পাকিস্তানের এই ফ্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লীগ।
যেখানে অংশ নিচ্ছেন বিশ্ব মাতানো সব ক্রিকেটাররা। আর তৃতীয় আসরের জন্য আগে ভাগেই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি গুলো নিজেদের পছন্দ মত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
গেল দুই আসরে পাঁচটি দল অংশ নিলেও এবার খেলবে মোট ছয়টি দল। নতুন দল হিসেবে তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে মুলতান সুলতান। দলটিকে নেতৃত্ব দিবেন করাচি কিংস ছেড়ে সুলতানসে যোগ দেয়া পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এদিকে আসন্ন আসরেও পিএসএল খেলবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। গেল আসরের মত এবারের আসরেও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে দেখা যাবে তাকে।
রিয়াদের দলে অধিনায়ক হিসেবে আছেন পা??িস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। এছাড়াও কেভিন পিটারসেন, শেন ওয়াটসনদের মত তারকা ক্রিকেটাররাও থাকছেন এই দলে।
চলুন দেখে নেই মাহমুদুল্লাহ রিয়াদের দলে আর কে কে আছেনঃ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নাওয়াজ, আনোয়ার আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, উমর আমিন, মীর হামজা, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, রাহাত আলী, রমিজ রাজা জুনিয়র, সাদ আলী, হাসান খান, মোহাম্মদ জুনায়েদ, জেসন রায়, রশিদ খান, মইন খান (জুনিয়র), ফরহাদ আহমেদ।