পিএসএলে তামিম-সাকিবদের সঙ্গী যারা

ছবি:

আর কয়েকদিন পরই পর্দা উঠবে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের। আসন্ন আসরটিকে সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তৃতীয় আসরের জন্য আগে ভাগেই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি গুলো নিজেদের পছন্দ মত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। গেল দুই আসরে পাঁচটি দল অংশ নিলেও এবার খেলবে মোট ছয়টি দল।
নতুন দল হিসেবে তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে মুলতান সুলতান। দলটিকে নেতৃত্ব দিবেন করাচি কিংস ছেড়ে সুলতানসে যোগ দেয়া পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এদিকে আসন্ন আসরেও পিএসএল খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। গেল আসরের মত এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে এই দুজনকে।
সাকিব-তামিমদের অধিনায়ক হিসেবে থাকছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। এছাড়াও মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজদের মত তারকা ক্রিকেটাররাও থাকছেন এই দলে।
চলুন দেখে নেই তামিম-সাকিবদের দলে আর কে কে আছেনঃ
পেশোয়ার জালমিঃ
ড্যারেন সামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, সাকিব আল হাসান, কামরান আকমল, হাসান আলী, হারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগর, ডোয়াইন ব্রাভো, তামিম ইকবাল, হামাদ আজম, সাদ নাসিম, তৈমুর সুলতান, সামেন গুল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, খালিদ উসমান, মোহাম্মদ আরিফ।