বোলারদের নৈপুণ্যে রুপগঞ্জের প্রথম জয়

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) প্রথম জয় পেয়েছে নাইম ইসলামের লিজেন্ডস অফ রুপগঞ্জ। রবিবার শামসুর রহমান শুভ'র মোহামেডানকে ৬২ রানে হারিয়েছে রুপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ১১তম এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান। মোহামেডানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ওপেনার আব্দুল মজিদের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয় রূপগঞ্জ।
২৩২ রানের লক্ষ্যে ইতিমধ্যে খেলতে নেমেছে মোহামেডান। আর দুই ওপেনার সালমান বাট এবং রনি তালুকদারের ব্যাটে দারুণ সূচনাও করে তারা। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৪৮ রানের।

তবে রনি তালুকদারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটিটি ভেঙ্গে দিয়েছেন রূপগঞ্জের স্পিনার আসিফ হাসান। রনি বিদায় নেয়ার খানিক পর আরেক ওপেনার সালমান বাটকেও বিদায় করেন আসিফ।
আসিফের জোড়া আঘাত অবশ্য ভালোই সামাল দিয়েছেন অধিনায়ক শুভ এবং উইকেট রক্ষক ইরফান শুক্কুর। তবে দলীয় ৯৮ রানে স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ঘূর্ণিতে ফেরেন শুক্কুর।
শুক্কুরকে বিদায় করার পরই মোহামেডানকে চেপে ধরেন রুবেল। তার ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি মোহামেডানের কোন ব্যাটসম্যান। অধিনায়ক শুভ সর্বোচ্চ ৩৪ রান করে বিদায় নিলে শেষ পর্যন্ত ১৬৯ রানে অলআউট হয় মোহামেডান।
এছাড়াও রকিবুল হাসান করেন ৩২ রান। রুপগঞ্জের পক্ষে আসিফ হাসান এবং মোহাম্মদ শহীদ ৩টি এবং মোশাররফ হোসেন রুবেল নেন চারটি উইকেট।