হ্যাট্রিক জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ছবি:

চলমান ত্রিদেশীয় টি-টুয়েন্টির সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে অজিরা। শনিবার সফরকারী ইংল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ডেভিড ওয়ার্নারের দল।
এদিন টসে জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি দলপতি ওয়ার্নার। ওয়ার্নারের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংলিশদের।
স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করতেই উপরের সারির তিন ব্যাটসম্যান এলেক্স হেলস, জেসন রয় এবং ডেভিড মালানকে হারিয়ে বসে তারা। তিন উইকেট হারালেও অধিনায়ক জস বাটলার একপ্রান্ত আগলে ধরে খেলতে থাকেন।

বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝে থাকলেও উইকেটে টিকে থেকে রান তুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত বাটলারের ৪৬ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানের পুঁজি পায় ইংলিশরা।
অস্ট্রেলিয়ার পক্ষে কেন রিচার্ডসন একাই নেন ৩টি উইকেট। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ওয়ার্নারকে হারিয়ে বসে দলটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডার্চি শর্ট এবং লিন মিলে ৪৯ রান যোগ করেন।
লিন ৩১ করে ফিরলেও শর্ট টিকে থাকেন ক্রিজে। ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন তিনি। ম্যাক্সওয়েল ৩৯ রান করে উইকেট ছুঁড়ে দিলেও ফিঞ্চের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই ওপেনার।
দলের পক্ষে অ্যারন ফিঞ্চ ২০ এবং শর্ট ৩৬ রান করে ক্রিজে অপরাজিত থাকেন। ইংলিশদের পক্ষে ক্রিস জর্ডান নেন ২টি উইকেট।