promotional_ad

কাঠগড়ায় সাব্বির, জবাবদিহিতায় মাহমুদুল্লাহ

promotional_ad

চট্টগ্রাম টেস্টে মোসাদ্দেক হোসেনকে একাদশে রেখে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উইকেট ছুঁড়ে দেন তিনি।


এরপরের ইনিংসে অবশ্য খানিকটা স্থির ছিলেন এই ব্যাটসম্যান। পাকাপোক্ত টেস্ট ব্যাটসম্যানের মত খেলেছেন ৫৩ বলে ৮ রানের ইনিংস। অপরাজিত থেকে দলকে ম্যাচ ড্র করতেও সাহায্য করেন এই তরুণ।


কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে থেকেও একাদশে সুযোগ পাননি তিনি। তার পরিবর্তে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে একাদশে সুযোগ দেন নির্বাচকরা। 


promotional_ad

একাদশে সুযোগ না পাওয়া এই মোসাদ্দেককে টেস্টের দ্বিতীয় দিন প্রিমিয়ার লীগে অংশগ্রহণের জন্য ছেড়ে দেন নির্বাচকরা। আর তাকে বসিয়ে যে সাব্বিরকে একাদশে সুযোগ দেয়া হয়েছিল সেই সাব্বির দুই ইনিংস মিলে করলেন মাত্র ১ রান।


ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পাশাপাশি স্লিপে একাধিক ক্যাচ ছেড়েছেন তিনি। অথচ দলের অন্যতম সেরা ফিল্ডার এই ডানহাতি ব্যাটসম্যান। আর সাব্বিরকে একাদশে সুযোগ দেয়ার পেছনে নির্বাচকদের মূল লক্ষ্যই ছিল স্লিপে একজন ভালো ফিল্ডার নিয়োগ দেয়া।


দলীয় ব্যর্থতায় ঢাকা টেস্টে হেরেছে টাইগাররা। হারিয়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসার সুযোগ। সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে তাই দাঁড়াতে হলো কাঠগড়ায়। মোসাদ্দেককে বসিয়ে সাব্বিরকে একাদশে রাখার কারণ প্রসঙ্গে রিয়াদ বলেন,  


'না, সাব্বিরকে নেওয়ার আরেকটা কারণ ছিল যে ও স্পিনে খুব ভালো খেলে। সুইপ, রিভার্স সুইপ এগুলো খুব ভালো এপ্লাই করতে পারে। আর আমার মনে হয় এই উইকেটে, যেটা আগে বললাম এটাকিং এপ্রোচ না থাকলে সম্ভবনা অনেক কমে যায়।'


রিয়াদ আরো বলেন,  'এই ইনিংসেও দেখেন, মমিনুল ৩৩ রান করল, ৪৭ বলে। পজিটিভ ইন্টেন্ড না থাকলে খুব টাফ। হয়তোবা ও সামনে যাচ্ছিল, পিছনে আসছিল। এগুলো কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball