ম্যাচ জয়ের রহস্য জানালেন রোশেন সিলভা

ছবি:

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে লঙ্কানদের মধ্যে সবচেয়ে সফল ব্যাটসম্যান রোশেন সিলভা। পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি।
২ টেস্টের তিন ইনিংসে মোট ২৩৫ রান এসেছে তার ব্যাট থেকে। ঢাকা টেস্টে ম্যাচ সেরার পুরষ্কারটি নিজের করে নেয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা ব্যাটসম্যান।
সিরিজের সেরা নির্বাচিত হওয়ার পর ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানিয়েছেন টস ভাগ্য তাদের দিকে গিয়েছিল বলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন।

আর টসকেই ম্যাচ জয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি এমন উইকেটে ব্যাটিং করাও সহজ ছিলনা বলেও জানান এই লঙ্কান। সঙ্গে স্কোরবোর্ডে দলের নিচের সারির ব্যাটসম্যান ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ রান যোগ করায় টাইগারদের চাপে ফেলতে সক্ষম হয়েছে তারা। তিনি বলেন,
'উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ যে আমরা প্রথমে টসে জিতেছিলাম। টস ভাগ্য চান্ডিমালের দিকে গিয়েছে আর এরপর তো বাকিটা সব ইতিহাস। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিলনা। তারপরও থিতু হয়ে খেলার চেষ্টা করেছি।
আমাদের নিচের সারির ব্যাটসম্যানরাও উইকেটে টিকে থাকার চেষ্টা করেছে। তাদের ছোট ছোট পুঁজিও আমাদের জন্য কাজে লেগেছে। আমরা জানতাম তাদেরকে বড় টার্গেট দিলে তারা চাপে থাকবে। ব্যাট হাতে যে ফর্মে আছি এই ফর্মটাই ক্যারিয়ার জুড়ে ধরে রাখতে চাই।'