চুক্তি থেকে বাদ পড়ছেন কে কে?

ছবি:

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। বিষয়টি অনুমান করা গিয়েছিল আগে থেকেই। তবে শুরু সাব্বির নয়, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন আরও দুই-একজন ক্রিকেটার।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান যমুনা টিভিকে এমন ইঙ্গিত দিয়েছেন। মূলত পারফর্মেন্সের মাপকাঠিতে নির্বাচন করা হবে কেন্দ্রীয় চুক্তির সদস্যদের। গতবছর কেন্দ্রীয় চুক্তিতে ছিল ১৬ জন ক্রিকেটার।

সংখ্যাটা বাড়ছে না, বরং কমতে যাচ্ছে। আকরাম খান বলেছেন, 'দুই একজন কমবে, নয়তো আগের মতোই থাকবে। বাড়ার সম্ভাবনা খুব কম। এটা আসলে পারফর্মেন্স আর ক্যাটাগরির উপর নির্ভর করছে।'
আগামী বোর্ড সভাতেই কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। একই সাথে ক্রিকেটারদের বেতন আরেকদফা বাড়ানোর প্রস্তাব দেয়া হবে। গত বছর ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছিল।
এক বছরও ক্রিকেটারদের বেতন ভাতার বাড়ানোর প্রস্তাব দিবে আকরাম খানের কমিটি। 'একটা প্রস্তাব করা হবে। গত বার তো আমরা ম্যাচ ফি, বেতন সব কিছুই শতভাগ বাড়িয়ে দিয়েছি।'