promotional_ad

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন

অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ব্যাটিংয়ে ফর্ম না থাকায় সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দলে ছিলেন না লিটন দাস। ৫০ ওভারের ক্রিকেটের মতো ডানহাতি ব্যাটার অফ ফর্ম বয়ে বেড়াচ্ছেন টি-টোয়েন্টিতেও। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে করেছিলেন ১৭ রান। লম্বা সময় ধরে ছন্দে না থাকলেও নাজমুল হোসেন শান্তর জায়গায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে লিটনকে। ব্যাটিংয়ে অফ ফর্মের সঙ্গে অধিনায়কত্ব বাড়তি চাপ হয়ে উঠতে পারে ডানহাতি ব্যাটারের জন্য। যদিও লিটন এটাকে চাপ হিসেবে নিচ্ছেনই না। বরং বাড়তি সুবিধা হিসেবে দেখছেন তিনি।

promotional_ad

তামিম ইকবাল অবসর নেয়ার পর বাংলাদেশের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন লিটন। তবে ২০২৩ বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের কাঁধে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের যাওয়ার আগে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় লিটনকে। পুরো বিশ্বকাপে সাকিবের ডেপুটি ছিলেন শান্ত। বিশ্বকাপ শেষে বাঁহাতি ব্যাটারই তিন সংস্করণের দায়িত্ব পান।


আরো পড়ুন

অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের

৬ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

যদিও ব্যাটিংয়ের সঙ্গে অধিনায়কত্বের চাপে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে এসেছেন শান্ত। চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাঁহাতি ব্যাটার না থাকায় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তাঁর অধীনে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও ব্যাটার হিসেবে আরও একবার ব্যর্থ ছিলেন লিটন। পুরো সিরিজে করেছিলেন মাত্র ১৭ রান। এ ছাড়া লম্বা সময় ধরেই রান নেই লিটনের ব্যাটে।


নিজের খেলা সবশেষ ২৪ ইনিংসে ডানহাতি ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পেরেছেন একটিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে দলে তাঁর জায়গা নিয়ে। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও ছন্দ না থাকায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা লিটন এবার পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব। অফ ফর্মের সঙ্গে অধিনায়কত্ব চাপ বয়ে আনার সম্ভাবনা থাকলেও তিনি এটাকে চাপ হিসেবে নিচ্ছেন না।


promotional_ad



আরো পড়ুন

ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

৭ ঘন্টা আগে
লিটন দাস ও বিরাট কোহলি, আইসিসি

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে লিটন বলেন, ‘দেখুন— চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও রেজাল্টটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি।’


অধিনায়ক হওয়ার পর ব্যাটার হিসেবে সেরা সময় পার করেছেন রিকি পন্টিং। ডানহাতি ব্যাটারের অধীনে অস্ট্রেলিয়া বিশ্বকাপও জিতেছে। আবার অনেকের ক্ষেত্রে অধিনায়কত্বের চাপে নুইয়ে পড়ে দায়িত্বও ছেড়েছেন। সাম্প্রতিক সময়ের বিরাট কোহলি, শান্তরাই সেটার প্রমাণ। ব্যাটিংয়ে ছন্দ না থাকায় এমন কিছু হতে পারে লিটনের ক্ষেত্রেও। তবে এসব নিয়ে খুব বেশি চিন্তা না করে ভালো-মন্দ দুটোর জন্যই প্রস্তুত থাকছেন তিনি।


লিটন বলেন, ‘অধিনায়কত্ব ছাড়া তো আমি খারাপ খেলেছি, এখন অধিনায়ক হয়ে আসতেছি—বিপরীত জিনিসও হতে পারে যে আসার পর থেকে ভালো খেলতেও পারি। আমি যেটা বললাম ইতিবাচক-নেতিবাচক দুইটা জিনিসই থাকবে কিন্তু ওইভাবে আমার রোল মডেল নেই যে যাকে আমি ফলো করব।’


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ায় এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, ‘স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে..। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball