টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সোমবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার হলেও সফরকারীদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। বাংলাদেশকে হারিয়ে দিলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে, আর শ্রীলংকা ছিটকে যাবে ফাইনালের দৌড় থেকে।

 অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা দুই একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে। আগেভাগে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণে ম্যাচটিকে ফাইনালের প্রস্তুতি হিসেবে নিচ্ছে তামিম-সাকিবরা।

কিন্তু তারপরও জয়ের ধারা ধরে রাখতেই আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের দলটি। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তোজা।

আরো পড়ুন: this topic