ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব

বাংলাদেশ
ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব
মুস্তাফিজুর রহমান (বামে) ও শোয়েব আখতার (ডানে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। এ কারণে ভারতের বিপক্ষে ম্যাচটির আগে মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব আখতার। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই এমনটা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার।

দুবাইতে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচের পরদিনই আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়াতে এটা অনেকটাই কঠিন।

এদিকে ভারত এশিয়া কাপের অন্যতম পরাশক্তি দল। তাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও খানিকটা কম। শক্তির বিচারে ভারতের চাইতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াও সহজ। মুস্তাফিজুর রহমানসহ অন্য মূল ক্রিকেটাররা যেন পাকিস্তানের বিপক্ষে সতেজ থাকেন এ কারণেই ভারত ম্যাচে তাদের বিশ্রাম চান শোয়েব।

তিনি বলেন, 'অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। ওর দিকে আমার নজর আছে। আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সাথে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে (ম্যাচ জয়ের)।'

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান মনে করেন ভারতের বিপক্ষে কাকে খেলাতে হবে তা নিয়ে পরীক্ষা দিতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকেও, 'বাংলাদেশের ম্যানেজমেন্টের জন্য এটা একটা পরীক্ষা। ওরা কি ভারতের বিপক্ষে তিন পেসার খেলাবে? খেলালে পরের দিনই কিন্তু পাকিস্তান.. আজ হারলে পরের ম্যাচ তো সেমিফাইনাল। এটা ওদের জন্য একটা বড় পরীক্ষা।'

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কারণে বাংলাদেশকেও ম্যাচে রাখছেন মিসবাহ উল হক। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের মতে, ভালো উইকেট পেলে ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

মিসবাহ বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন। আপনি তুলনা করলে বুঝবেন ভারত কতোটা এগিয়ে। বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হচ্ছে শেষ ম্যাচটি ওরা যেভাবে খেলেছে। ওদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা। দেখতে চাই ভারতের বিপক্ষে ওরা কীভাবে খেলে।'

বাংলাদেশের ভালো উইকেট পাওয়া প্রসঙ্গে মালিক বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে। তাদের ভালো উইকেট দরকার। উইকেট যদি ভালো হয়, বাংলাদেশ অবশ্যই ফাইট (লড়াই) করতে পারবে। কিন্তু যদি উইকেট স্পিনবান্ধব হয়, পেসারদের বল থেমে থেমে আসে, তাহলে আমার মনে হয় না ওরা লড়াই করতে পারবে। তবে পিচ ভালো হলে আমার মনে হয় ওরা লড়াই করতে পারবে।'

আরো পড়ুন: মুস্তাফিজুর রহমান