আমার প্রিয় বলে কেউ ছিল নাঃ হাথুরু

promotional_ad

বাংলাদেশ দলের কোচ অবস্থায় সৌম্য সরকার ও তাসকিন আহমেদের পড়ন্ত ফর্মের পরও বার বার সুযোগ করে দেয়ার পেছনে অনেকেই হাথুরুর স্বেচ্ছাচারিতাকে দায়ী করে এসেছেন।


কোচের পদ থেকে হাথুরুর সরে দাঁড়ানোর পর সেই সৌম্য ও তাসকিনকে বাইরে রেখেই দল সাজিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কোচ রূপে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সৌম্য-তাসকিন ইস্যুতেই প্রশ্ন শুনতে হয়েছে চণ্ডিকাকে।


তবে বাংলাদেশ এক-দুইজনের দল নয়, সৌম্য দলের বাইরে থাকলেও বাংলাদেশের পারফর্মেন্সে ভাটা পড়বে না। এমন শক্ত বিশ্বাস চণ্ডিকা হাথুরুসিংহের।


promotional_ad

সাংবাদিকদের তিনি বলেছেন, 'বাংলাদেশ দল মানে একজন-দুজন ক্রিকেটার নয়। আরও অনেক ভালো ক্রিকেটার আছে। ৫ জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে।'


সৌম্য সরকারকে বাংলাদেশের মিডিয়া বরাবরই হাথুরুসিংহের প্রিয় ছাত্র হিসেবে অভিহিত করে এসেছে। কোচের বিদায়ের পর সৌম্যর দল থেকে বাদ পড়ার বিষয়টি অভিযোগের আগুনে ঘি ঢেলে দেয়ার মত কাজ করেছে।


চণ্ডিকা অবশ্য এমন অভিযোগ কানেও তুলছে না।  মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমার প্রিয় বলে কেউ ছিল না। যখন কেউ পারফর্ম করে, তখনই সে আমার প্রিয়। এভাবেই দেখি। বাংলাদেশ তাই একজন-দুজন ক্রিকেটারের দল নয়। গুরুত্বপূর্ণ ক্রিকেটার আছে। তার মানে এই নয় যে একজন-দুজনের দল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball