পার্থের তৃতীয় টেস্টেই অ্যাশেজ শিরোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্ট ড্র হওয়াতে ইংলিশরা সিরিজে ধবলধোলাই এড়িয়েছে। সিডনিতে সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে অজিরা বোলিং শক্তি বাড়ানোর জন্য দলে ভিড়িয়েছে অ্যাস্টন অ্যাগার।
২০১৩ সালে অ্যাশেজ সিরিজের মাধ্যমে অজি টেস্ট দলে অ্যাগারের অভিষেক হয়। মাঝে ৪ বছর কেটে গেলেও বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার অজিদের হয়ে খেলেন মাত্র ৪ টেস্ট। আর এই ৪ টেস্টে ব্যাট হাতে এক ফিফটিতে করেন ১৯৫ রান।
আর বল হাতে শিকার করেন ৯ উইকেট। বলে ব্যাটে নিজেকে দলের অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে অ্যাশেজের পঞ্চম টেস্টের জন্য এই অলরাউন্ডারকে ফের বিবেচনায় আনেন অজি নির্বাচকরা।
এই অলরাউন্ডার এবছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। তবে উপমহাদেশের স্পিনিং উইকেটেও নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি বাঁহাতি এই স্পিনার। সাকিব-তামিমদের বিপক্ষে দুই টেস্টে খেলে শিকার করেন সাত উইকেট।
এমনকি ব্যাট হাতেও বাংলাদেশের মাটিতে খুব একটা সাবলীল ছিলেন না তিনি। দুই টেস্টে তিন ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছিলেন মাত্র ৬৫ রান। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্সের সুবাদে অজি নির্বাচকদের নজরে এসেছেন এই স্পিনার।
এদিকে অজিদের দলে নাথান লায়নের মত স্পিনার থাকলেও সিডনিতে দুইজন স্পিনার নিয়ে খেলার চিন্তা ভাবনা করছে অজি টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ইংলিশদের দলে বেশ কয়েকজন ডানহাতি ব্যাটসম্যান থাকায় একজন বাঁহাতি স্পিনারকে দলে ডেকেছেন অজি নির্বাচকরা।
এমনকি দলের পেসারদের উপর থেকে চাপ কমানোর পাশাপাশি সিডনির স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে সিরিজের পঞ্চম টেস্টে দুইজন স্পিনার একাদশে খেলানোর চিন্তা ভাবনা করছে অজি দলের কর্তারা।