মাশরাফি-সুজনদের সাথে বৈঠক করবে বিসিবি

আন্তর্জাতিক
মাশরাফি-সুজনদের সাথে বৈঠক করবে বিসিবি
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

রিচার্ড পাইবাস, ক্রিকেট পাড়ায় এই নামটিই গত দুইদিন ধরে আলোচিত হয়ে আসছে। বাংলাদেশের প্রধান কোচের শুন্য পদের জন্য ইতিমধ্যে বিসিবি কর্তাদের সামনে নিজের প্রেজেন্টেশন দিয়েছেন এই ইংলিশ ম্যান। 

তবে পাইবাস ছাড়াও আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবিও রিচার্ড পাইবাসের বাইরে ভাবতে চাইছে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন,

'আমাদের এখানে এখন যেহেতু কোচ নেই, সে জন্য আমরা কোচের সন্ধানে কাজ করছিলাম। আমরা অনেক জায়গায়ই যোগাযোগ করেছি। প্রায় সবার সাথেই যোগাযোগ করা হয়েছে। যারা যারা আগ্রহ দেখিয়েছে তাদের মধ্য থেকে আমরা সংক্ষিপ্ত তালিকা করেছি। এর মধ্যে যারা আছেন তাদের আমরা চূড়ান্ত একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি।

তারই ধারাবাহিকতায় রিচার্ড পাইবাস কাল এসেছে। আমার বোর্ডের যারা এভেইলেবল ছিল তাদের সামনে একটা প্রেজেন্টেশন দিয়েছে। আমরা দেখেছি। সামনেও আরও আসবে। ৯ তারিখেও একজনের আসার কথা, মাঝখানেও একজনের আসার সম্ভাবনা আছে। তারা আসছে, তারা আসবে।'

তবে আসন্ন সিরিজ শ্রীলঙ্কা সিরিজের আগেই জাতীয় দলকে প্রধান  কোচ দিতে চায় বিসিবি। ব্যাপারটি নিয়ে আরও আলোচনার জন্য কোচিং স্টাফ ও অধিনায়কের সাথেও বসবে বিসিবি। 

'শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে কি না এই মুহূর্তে বলা মুশকিল। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কোচ নিয়ে নেওয়ার। আমাদের এখন যে কোচিং স্টাফ আছে, রিচার্ড হ্যালসল থেকে শুরু করে অন্য যারা আছে তাদের সঙ্গেও আমরা বসবো ৯ তারিখে। এরকই একটা পরিকল্পনা আছে আমাদের।

কারণ, সামনে আমাদের একটা সিরিজ আছে। আমাদের হ্যালসল আছে, অনেক সিরিজের ম্যানেজার সুজন আছে, আমাদের অধিনায়কেরা আছে ওদের সবার সঙ্গে বসে আমরা দেখবো সামনের যে সিরিজ আছে সেটা নিয়ে পরিকল্পনাটা কি। কি করা উচিত ওদের সঙ্গে আলাপ আলোচনা করব।'

আরো পড়ুন: this topic