দায়িত্ব আমাকে আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়ায়: সিরাজ

উইকেট পেয়ে মোহাম্মদ সিরাজের উল্লাস, ফাইল ফটো
ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজে ভারতের এই পেসার ২৩টি উইকেট নিয়েছেন। এই সফরে ভারতের জন্য রীতিমতো একজন সিনিয়র পারফর্মার হিসেবে উঠে আসেন সিরাজ। বিশেষ করে সেই ম্যাচগুলোতে যেখানে জসপ্রিত বুমরাহ খেলেননি।

promotional_ad

সিরিজ শুরুর আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে বুমরাহকে মাত্র তিনটি ম্যাচে খেলানো হবে। তার চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিতে জোর দেয় তারা। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল বুমরাহ না থাকার সময় সিরাজ নিজের পারফরম্যান্সকে দারুণভাবে উন্নত করেন।


আরো পড়ুন

‘নাল্লি গোশত বিরিয়ানি-পায়া খেয়েই সিরাজ এমন পেশি বানিয়েছে’

১৪ আগস্ট ২৫
মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে মোহাম্মদ সিরাজের কথোপকথন, ফাইল ফটো

রেভস্পোর্টজকে দেয়া এক সাক্ষাৎকারে ওভাল টেস্ট নিয়ে প্রশ্ন করা হয় সিরাজকে, যেখানে তিনি দারুণ ছন্দে ছিলেন। বুমরাহ সেই ম্যাচে খেলেননি। কিন্তু সিনিয়র পেসার হিসেবে সিরাজ সেই চাপ নিজের কাঁধে তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে আগ্রাসী বোলিং করেন। ম্যাচটি জিতে সিরিজ ২-২ এ ড্র করে ভারত।


promotional_ad

নিজের পারফরম্যান্স নিয়ে সিরাজ বলেন, 'যখন আমার কাঁধে দায়িত্ব আসে, এমনকি সেটা সাধারণ কোনো সিরিজ হলেও, আমার পারফরম্যান্স বরাবরই উন্নতি করে। দায়িত্ব আমাকে একধরনের আনন্দ দেয়। আত্মবিশ্বাস বাড়ায়।'


আরো পড়ুন

৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার

২৭ আগস্ট ২৫
সূর্যকুমার যাদব, ফাইল ফটো

'এজবাস্টনে আমি বলেছিলাম, লোকজন আমাকে নিয়ে কথা বলছে। আর এখন সময় এসেছে সেই সব কথা থামিয়ে দেয়ার। আমি সাধারণত জানি আমি কী করছি। বাইরের কথায় পাত্তা দিই না। কারণ ওরা জানে না আমি কীভাবে এখানে পৌঁছেছি। তবুও এবার মনে হয়েছিল, এবার এসব থামানোর সময়।'


সিরাজ জানান, বুমরাহ না থাকলে নিজের ওপর বিশ্বাস বাড়িয়ে ফেলেন তিনি এবং সেই আত্মবিশ্বাস সতীর্থদের সঙ্গেও ভাগাভাগি করেন।


'জেসি ভাইয়ের (বুমরাহ) চোটের কারণে যখন তিনি ছিলেন না, তখন আমি চেষ্টা করেছি আমাদের বোলিং ইউনিটে ইতিবাচকতা ধরে রাখতে। আমি যখন আকাশ দীপ বা অন্যদের সঙ্গে কথা বলেছি, তখন আমি বারবার বলেছি, আমরা পারি। যেটা আগেও করেছি, সেটা আবার করতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball