বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ছক্কায় ডেভিডের ৮৩, অস্ট্রেলিয়ার জয়

ছবি: ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার নায়ক টিম ডেভিড

ডারউইনে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। জশ হ্যাজেলউডের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দিয়েছেন এইডেন মার্করাম। তিনে নামা লুয়ান ড্রে-প্রিটোরিয়াস ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ১ রান করে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের বলে।
আম্পায়ারকে ‘ওয়াইড’ দেখিয়ে শাস্তি পেলেন ডেভিড
৫ আগস্ট ২৫
পাওয়ার প্লে শেষের আগে ফিরেছেন ডেওয়াল্ড ব্রেভিসও। বেন ডোয়ারশিসের বলে ২ রান আউট হয়েছেন তরুণ এই ব্যাটার। ৪৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ট্রিস্টিয়ান স্টাবস ও রিকেলটন। তারা দুজনে মিলে ৭২ রান যোগ করেন। ২৭ বলে ৩৭ রান করা স্টাবসের বিদায়ে ভাঙে তাদের জুটি। পরের দিকে জর্জ লিন্ডে, কর্বিন বশদের কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। শেষ ওভারে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে ৭১ রানে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। রিকেলটনের এমন ইনিংসের পরও ১৬১ রানে থামে সাউথ আফ্রিকা। স্বাগতিক অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নিয়েছেন হ্যাজেলউড ও ডোয়ারশিস। এ ছাড়া দুইটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
ওপেনার হিসেবে ল্যাবুশেনকে ফেরানোর আহ্বান পন্টিংয়ের
৫ ঘন্টা আগে
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে গালিতে কিউনা মাফাকাকে ক্যাচ দিয়েছেন ট্রাভিস হেড। বিশ্রাম শেষে ফেরার ম্যাচে ৭ বলে ২ রান করেছেন তিনি। পরের ওভারে আউট হয়েছেন তিনে নামা জশ ইংলিস। জর্জ লিন্ডের বলে ব্যাকফুটে গিয়ে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে মুথুসামির হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।
চতুর্থ ওভারে আউট হয়েছেন মিচেল মার্শ। পেসার রাবাদার শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন ১৩ রানে। দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ও ক্যামেরন গ্রিন মিলে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। চারটি চার ও তিন ছক্কায় মাত্র ১৩ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্রিন। পাওয়ার প্লে শেষের আগে তাকে ফিরিয়ে জুটি ভাঙেন লুঙ্গি এনগিদি। একপ্রান্তে ডেভিড টিকে থাকলেও বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
মিচেল ওয়েন, ম্যাক্সওয়েলদের কেউই সুবিধা করতে পারেননি। তবে লোয়ার অর্ডার এবং টেইলএন্ডার ব্যাটারদের নিয়ে অস্ট্রেলিয়ার রান বাড়াতে থাকেন ডেভিড। ২৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। একশ ছোঁয়ার পথে থাকলেও ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। ডেভিডের ব্যাটেই শেষ পর্যন্ত ১৭৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার হয়ে মাত্র ২০ রানে ৪ উইকেট নিয়েছেন মাফাকা। রাবাদার শিকার দুইটি।