ওপেনার হিসেবে ল্যাবুশেনকে ফেরানোর আহ্বান পন্টিংয়ের

রিকি পন্টিং ও মার্নাস ল্যাবুশেন
এই বছরের শেষদিকে অ্যাশেজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া নিজেদের লাইনআপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে শেফিল্ড শিল্ডের প্রথম কয়েক রাউন্ড পর্যন্ত। এই টুর্নামেন্টের পারফরম্যান্সই নির্ভর করবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কেমন হবে।

promotional_ad

এ ছাড়া অ্যাশেজে খেলা বোলাররাও নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি বলেছেন, 'সম্ভবত অস্ট্রেলিয়ান লাইনআপ নিয়ে অনেক অনিশ্চয়তা আছে। তারা বলছে যে শেফিল্ড শিল্ডের প্রথম কয়েক রাউন্ড টপ-অর্ডার ব্যাটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বোলিং ইউনিট নিজেদের দেখভাল করে নেবে।'


আরো পড়ুন

গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া

২৫ জুন ২৫
অনুশীলনে ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন তারকা ওপেনার মার্নাস ল্যাবুশেন। তবে শেফিল্ড শিল্ডে স্যাম কনস্টাস বা উসমান খাওয়াজার মতো ব্যাটার ভালো করতে না পারলে ল্যাবুশেনকে ফেরানো হতে পারে ওপেনার হিসেবে বলে ধারণা পন্টিংয়ের। এ ছাড়া তিন নম্বরে গ্রিন ছাড়া বিকল্প নেই সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই অজি অধিনায়ক।


তিনি বলেন, 'মার্নাস (লাবুশেন) দলে থাকতে পারে ওপেনার হিসেবে এবং (স্যাম) কনস্টাসের ক্ষেত্রে বা এমনকি (উসমান) খাজা যদি শিল্ডের প্রথম দিকের রাউন্ডে ব্যর্থ হয়, তাহলে তাকে ফেরানো হতে পারে। ক্যামেরন গ্রিন এখন তিন নম্বরে ফিরে এসেছে এবং আবার বোলিংও করছে, যদিও আমি নিশ্চিত নই যে তাকে কতটা বল করাতে চাইবে অধিনায়ক। বেউ ওয়েবস্টার দলে থাকায়, আগের মতো তাদের তার বোলিংয়ের ওপর তেমন নির্ভর করতে হবে না। বল হাতে অস্ট্রেলিয়ার অনেক বিকল্প থাকবে।'


promotional_ad



আরো পড়ুন

অস্ট্রেলিয়া যুবাদের দায়িত্বে পন্টিং-ক্লার্কদের সাবেক কোচ

৮ আগস্ট ২৫
ফাইল ছবি

অ্যাশেজে ইংল্যান্ড দলের তুরুপের তাস হতে পারেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। এমনটাই মন্তব্য করেছেন পন্টিং। গত মাসেই অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে ধারাভাষ্য দিয়েছেন পন্টিং। ওভালে শেষদিনের রোমাঞ্চে ২-২ ড্র করেছে ইংল্যান্ড ও ভারত। সিরিজ শেষে ইংল্যান্ডের চোখ এখন অ্যাশেজে। এর আগে আর কোনো টেস্ট সিরিজ নেই ইংলিশদের।


আসন্ন এই সফরে ইংল্যান্ডের বোলিং আক্রমণ কেমন হবে তা নিয়েই জল্পনা কল্পনা চলছে। এই সফরে কোনো স্পিনারের প্রয়োজন নাও হতে পারে। মার্ক উড ও জফরা আর্চারের ফিটনেস নিয়েও বড় প্রশ্ন রয়েছে। ক্রিস ওকসের চোটও দুশ্চিন্তা বাড়াতে পারে ইংল্যান্ডের।


পন্টিং মনে করেন ভারতের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে খেলেছে সেভাবেই খেলা উচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে। পন্টিং নিজের পরামর্শ জানিয়ে বলেছেন, 'আমি মনে করি তারা (অস্ট্রেলিয়ায়) একইভাবে খেলতে পারবে, আর অবশ্যই চেষ্টা করবে। এটাই তাদের স্বাভাবিক খেলার ধরণ, কোচ ও অধিনায়কও এমনটাই চান। তাদের এভাবেই খেলতে হবে—এটি ইংল্যান্ডের জন্য সবকিছুর ভিত্তি তৈরি করে, শুরু থেকেই বোলারদের ওপর চাপ ফেলে দেয়।'


তিনি আরও বলেন, 'আপনাকে (আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে) দ্রুত মানিয়ে নিতে হবে, আর এটাই ভারত কিছুটা ব্যর্থ হয়েছে। তারা যথেষ্ট দ্রুত মানিয়ে নিতে পারেনি।অস্ট্রেলিয়ায় তারাই মূল চাবিকাঠি হতে পারে। যদি তারা ওপরে ভালো ব্যাটিং করতে পারে এবং ভিত্তি গড়ে দিতে পারে, তাহলে সিরিজে তাদের ভালো সুযোগ থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball