কনস্টাস-ম্যাকসুয়েনিদের নিয়ে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’

ছবি: ফাইল ছবি

গত বছরের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে অভিষেকে ৬০ রানের ইনিংস খেলা কনস্টাস যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ভারতের বিপক্ষে পরের টেস্টে করেছিলেন ২২ ও ২৩ রান। শ্রীলঙ্কা সফরে অবশ্য একাদশে সুযোগ মেলেনি তাঁর। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও একাদশে ছিলেন না তিনি। কয়েকমাস পর ডানহাতি ওপেনারের সুযোগ মেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিন টেস্টেই খেলেছেন ১৯ বছর বয়সি এই ব্যাটার।
কনস্টাসকে আরো সুযোগ দিতে চান ম্যাকডোনাল্ড
২৯ জুন ২৫
যদিও ৬ ইনিংসের একটিতেও ত্রিশ পেরিয়ে যেতে পারেননি। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে স্কোয়াডে ডাক পাবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন অবস্থায় তাকে ভারত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। ‘এ’ দলের হয়ে দুইটি চারদিনের ম্যাচ খেলবেন তিনি। ২০২৭ সালের শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারত সফরে যাবে অজিরা। সেই সফরের জন্য তরুণদের প্রস্তুত করতে চায়।

যার অংশ হিসেবে জাতীয় দলের হয়ে খেলা ৮ ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে খেলতে ভারত সফরে পাঠাচ্ছে তারা। যাদের মধ্যে কনস্টাসের পাশাপাশি কুপার কনোলি, টড মারফি, নাথান ম্যাকসুয়েনির অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। জাভিয়ের বার্টলেট, অ্যারন হার্ডি, ল্যান্স মরিস ও জশ ফিলিপরা খেলেছেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে। বাকিদের কারও অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই।
বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ছক্কায় ডেভিডের ৮৩, অস্ট্রেলিয়ার জয়
৩ ঘন্টা আগে
একদিনের সিরিজে অবশ্য বেশিরভাগই তরুণ ক্রিকেটার। যেখানে কনোলির পাশাপাশি আছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, মারভি, তানভীর সাঙ্গারা। সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আছেন হার্ডি। লক্ষ্ণৌতে ১৬ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে দুইটি চারদিনের ম্যাচ। একদিনের খেলাগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর।
চারদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের স্কোয়াড— জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, অ্যারন হার্ডি, ক্যাম্পবেল কেলাওয়ে, স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুয়েনি, ল্যান্স মরিস, টড মারফি, ফার্গুস ও’নেইল, ওলিভার পিক, জশ ফিলিপ, কোরি রোচিচিওলি এবং লিয়াম স্কট।
একদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের স্কোয়াড— কুপার কনোলি, হ্যারি ডিক্সন, জ্যাক এডওয়ার্ডস, স্যাম ইলিয়ট, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাকেঞ্জি হার্ভে, টড মারফি, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট, ল্যাচি শ, টম স্ট্রকার, উইল সাদারল্যান্ড ও কলাম ভিলার।