কনস্টাসকে আরো সুযোগ দিতে চান ম্যাকডোনাল্ড

ছবি: স্যাম কনস্টাস, ফাইল ফটো

ম্যাচের দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেটে টিকে থাকার জোর প্রচেষ্টা দেখান কনস্টাস। ৩৮ বল উইকেটে ছিলেন তিনি। শামার জোসেফের ইনসুইং ডেলিভারির সামনে অবশ্য সুবিধা করতে পারছিলেন না তিনি।
কনস্টাস-ম্যাকসুয়েনিদের নিয়ে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’
৮ আগস্ট ২৫
যদিও তার ওপর সুনজর থাকছে ম্যাকডোনাল্ডের, 'এই বয়সে এই পর্যায়ের ক্রিকেটে পারফর্ম করা সহজ নয়। ওর অভিজ্ঞতা কম, পরিস্থিতিও কঠিন ছিল। কিন্তু এটাও শেখার অংশ।'

'আমরা বসে কথা বলেছি—যদি আবার এমন পরিস্থিতি আসে, কীভাবে ও খেলবে। এটাকেই তো বলে অভিজ্ঞতা অর্জন। আগের অভিজ্ঞতা থেকে শিখে সামনে ভালো সিদ্ধান্ত নেওয়াটাই আসল।'
এনগিডির ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
২২ আগস্ট ২৫
কনস্টাসের সেরাটা বের করে আনার জন্য উসমান খাওয়াজাকেও বাড়তি দায়িত্ব দিয়ে রেখেছেন ম্যাকডোনাল্ড। দলের টপ-অর্ডার যেন কনস্টাসকে চাপহীন রাখে সেই ব্যাপারেও সোচ্চার তিনি।
ম্যাকডোনাল্ড আরো বলেন, 'মাঝেমধ্যে মনে হয়েছে ও আটকে যাচ্ছে, কখনও আবার খুব আক্রমণাত্মক হচ্ছে। এই ভারসাম্যটাই শিখতে হবে। টেম্পোটা ফিরে পেতে হবে, যেটা ওর আছে। পাশে একজন অভিজ্ঞ ব্যাটার (উসমান খাওয়াজা) আছে, সেটা ওকে সহায়তা করবে।'
ম্যাকডোনাল্ড জোর দিয়ে বলেন, 'একজন তরুণ খেলোয়াড় যখন টেস্ট দলে আসে, তখন আমাদের দায়িত্ব থাকে তাকে সময় দেয়া। আমাদের শুধু দরকার ধৈর্য।'