পাকিস্তানের জার্সি পরে আসায় ভারতের ম্যাচে দর্শককে হেনস্থা

এআই প্রযুক্তিতে প্রাপ্ত ছবি, ডান পাশের কোনায় সেই দর্শক এবং নিরাপত্তাকর্মী , ফাইল ফটো
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এক দর্শক। নিরাপত্তাকর্মীরা তাকে ওই জার্সি ঢেকে রাখতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত স্টেডিয়াম ত্যাগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার।

promotional_ad

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে গণমাধ্যমের। এরপর ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাটি তদন্ত করছে এবং প্রেক্ষাপট জানার চেষ্টা করছে।


আরো পড়ুন

‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও ভরাডুবি হবে পাকিস্তানের’

৭ ঘন্টা আগে
২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, ওই দর্শকের নাম ফারুক নজর। তিনি ভিডিওতে বলেন, ‘কন্ট্রোল থেকে আমাকে বলা হয়েছে যে আপনি দয়া করে এই জার্সিটি ঢেকে রাখতে পারেন কি না।’ আরেকজন নিরাপত্তাকর্মী বলেন, ‘জার্সিটিকে জাতীয়তাবাদী প্রতীক হিসেবে বিবেচনা করা হতে পারে।’


ভিডিওতে দেখা যায় পরপর একই অনুরোধে নজর ক্রমশ বিরক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা এসে তাকে স্টেডিয়ামের বাইরে গিয়ে কথা বলার পরামর্শ দেন। পরে নজর মাঠ ত্যাগ করেন এবং জার্সি না ঢেকে রাখার সিদ্ধান্তে অটল থাকেন।


promotional_ad



আরো পড়ুন

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট

২৭ মিনিট আগে
ফোর্টিস লি ও গৌতম গম্ভীর

ঘটনাটি ঠিক ম্যাচের কোন দিন ঘটেছে তা নিশ্চিত নয়, তবে এটি ঘটেছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট চলাকালে। দর্শকসারিতে এই ধরনের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


ল্যাঙ্কাশায়ারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এই ঘটনার ব্যাপারে অবগত এবং বিষয়টির প্রেক্ষাপট ও সঠিক তথ্য জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ ক্লাবটির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি।


সম্প্রতি ভারতীয় দর্শকদের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ার। এই অবস্থানকে প্রভাবিত করেছে ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আরপিএসজি গ্রুপের ল্যাঙ্কাশায়ারভিত্তিক ‘দ্য হান্ড্রেড’ দলের ৭০ শতাংশ মালিকানা নেওয়ার সম্ভাবনা।


ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে শীতল। ২০১২ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। দুই দেশের রাজনৈতিক টানাপড়েন ক্রিকেটীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball