ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের ধুয়ে দিলেন ওয়াশিংটনের বাবা

ছবি: ওয়াশিংটন সুন্দর এবং তার বাবা, ফাইল ফটো

চতুর্থ টেস্টের শেষ দিনে ৮৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। ছয় উইকেট হাতে থাকলেও দিনের খেলা বাকি ছিল ৬৫ ওভারের বেশি। প্রথমবার টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২০৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন। রবীন্দ্র জাদেজার (১০৭*) সঙ্গে গড়েন ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। বল হাতে ম্যাচে দুটি উইকেটও নিয়েছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে ম্যানচেস্টারে ভারতের ড্র
২৭ জুলাই ২৫
ওয়াশিংটনের বাবা এম সুন্দর বলেন, 'ওয়াশিংটন ধারাবাহিকভাবে খুব ভালো করছে। কিন্তু মানুষ তার পারফরম্যান্স এড়িয়ে চলে ও ভুলে যায়। অন্য খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পায়, কেবল আমার ছেলেই পায় না।'
তিনি আরও বলেন, 'ওয়াশিংটনের উচিত চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো পাঁচ নম্বরে নিয়মিত ব্যাট করা এবং টানা পাঁচ থেকে ১০ ম্যাচে সুযোগ পাওয়া। বিস্ময়করভাবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমার ছেলেকে দলে নেয়া হয়নি। নির্বাচকদের তার পারফরম্যান্স দেখা উচিত।'

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট
২৩ মিনিট আগে
২০২১ সালের জানুয়ারিতে টেস্ট অভিষেকের পর ওয়াশিংটন খেলে ফেলেছেন ১২টি ম্যাচ। অভিষেকে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে অবদান রেখে ভারতের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন তিনি। এরপর দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল তার।
চেন্নাইয়ে প্রথম টেস্টে অপরাজিত ৮৫ এবং আহমেদাবাদে চতুর্থ টেস্টে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন। এম সুন্দর বলেন, 'ওই দুটি ইনিংস সেঞ্চুরিতে শেষ হলেও তাকে বাদ দেয়া হতো। অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে কি এই ধরনের মনোভাব ধরে রাখা হয়েছে?'
টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতির পর ওয়াশিংটন ফেরার সুযোগ পান গত বছর রঞ্জি ট্রফিতে সেঞ্চুরির পর। এরপর নিউজিল্যান্ড সিরিজে দলে ডাক পান সাড়ে তিন বছরের বেশি সময় পর। চলতি ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে। ওল্ড ট্র্যাফোর্ডে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার।