‘টেস্ট থেকে দ্রুতই অবসর নিতে পারেন বুমরাহ’

ছবি: ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হয়ে একাই লড়াই করেছিলেন বুমরাহ। পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩১ বছর বয়সী পেসার উইকেট নিয়েছিলেন ৩২টি। ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় এক সিরিজের যা সর্বোচ্চ। টানা খেলার কারণে শেষ টেস্টে এসে চোটে পড়েন তিনি। পিঠের সমস্যায় সিডনি টেস্টের শেষ ইনিংসে বোলিং করতে পারেননি ডানহাতি এই পেসার। একই সমস্যায় প্রায়শই ভুগতে হয় তাকে।
ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ
১২ জুলাই ২৫
পিঠের চোটের কারণে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি বুমরাহর। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। সেরা পারফরম্যান্সের আশায় বুমরাহকে ফিট রাখতেই ইংল্যান্ডে তিন টেস্ট খেলানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। হেডিংলি ও লর্ডসে সবমিলিয়ে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যানচেস্টারে তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত বুমরাহর শিকার মাত্র এক উইকেট।
যদিও উইকেট না পাওয়ার চেয়ে গতি কমে যাওয়ায় বুমরাহকে নিয়ে আলোচনা হচ্ছে। হেডিংলিতে নিজের করা ৩৯.৮৪ শতাংশ ডেলিভারি করেছিলেন প্রতি ঘণ্টায় ১৪০ কি.মি. কিংবা তার চেয়ে বেশি গতিতে। লর্ডসে যা ছিল ২৬.৮৪ শতাংশ। অথচ ম্যানচেস্টারে সেটা কমে গেছে ০.৫৭ শতাংশে। এখন পর্যন্ত ১৭৩ ডেলিভারির একটিই কেবল ১৪০ কিংবা তার চেয়ে বেশি গতিতে বোলিং করেছেন। এমন অবস্থায় বুমরাহর টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন কাইফ।

৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
৮ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ভারতের সাবেক ব্যাটার বলেন, ‘আমার মতে সামনের দিনে বুমরাহ টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। সে তাঁর শরীর নিয়ে ধুঁকছে এবং এই কারণেই টেস্ট থেকে অবসর নিতে পারে। এই ম্যাচে বুমরাহর গতি দেখা যায়নি এবং সে খুবই আত্মসম্মান নিয়ে চলা মানুষ।’
‘সে যদি মনে করে নিজের শতভাগ দিতে পারছে না এবং উইকেট নিতে পারছে না তাহলে সে খেলতে চাইবে না। সে উইকেট পাক কিংবা না পাক কিন্তু সে ১২৫-১৩০ কি.মি. গতিতে বোলিং করছে। যে বলে সে উইকেট পেয়েছে ক্যাচ নেয়ার জন্য উইকেটকিপারকে সামনে ডাইভ দিতে হয়েছে।’
চলতি বছর আইপিএল চলাকালীন টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ভারতের সাবেক অধিনায়ক ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে সাদা পোশাকের ক্রিকেট ছাড়েন বিরাট কোহলিও। স্বাভাবিকভাবেই তাদেরকে ছাড়া ইংল্যান্ড সফরে খেলতে হচ্ছে ভারতকে। কাইফের ধারণা, বুমরাহকে ছাড়াও ভারতের সমর্থকরা টেস্ট খেলা দেখতে অভ্যস্ত হয়ে উঠবে। যদিও বুমরাহর মাঝে প্যাশনের ঘাটতি দেখছেন না তিনি।
কাইফ বলেন, ‘এখনো তার মধ্যে প্যাশন এবং ডেডিকেশন আছে কিন্তু সে ফিটনেস হারিয়ে ফেলেছে। তার শরীর সায় দিচ্ছে না। এই টেস্টে তার ইফেক্টিভনেস সেটার পরিষ্কার ইঙ্গিত। আমার মনে হয় ভবিষ্যতে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। প্রথম বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অশ্বিন চলে গেছে। আমার মনে হয় এখন বুমরাহকে ছাড়াও ভারতের সমর্থকদের টেস্ট দেখার অভ্যাস করা উচিত।’