ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

ছবি: ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

ম্যাট শর্টের জায়গায় ওপেনিং করবেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। তিনি শুরুতে দলে ছিলেন ব্যাকআপ হিসেবে। মাঝের সারিতে খেলবেন মিচ ওয়েন, যিনি বিগ ব্যাশ লিগে দারুণ পারফরম্যান্সের কারণে জাতীয় দলে ডাক পেয়েছেন। এ ছাড়া টিম ডেভিডের পরিবর্তে কুপার কনোলি খেলবেন সাত নম্বরে।
ফ্রেজার-ম্যাকগার্ক এর আগে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তার রান ১১৩। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ পারফরম্যান্স করেছেন। গত মৌসুমে মাত্র ২৯ বলে একটি সেঞ্চুরি করে নজর কাড়েন। এবার জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন। সেখানে ১১ ম্যাচে ২৭৫ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৬৯.৭৫। যদিও গড় রান কিছুটা কম (২৫)।
শর্ট ছাড়াও এই সিরিজে বিশ্রামে আছেন ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ফলে কিছু নতুন খেলোয়াড় সুযোগ পাচ্ছেন। অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, দল জেতার পাশাপাশি ভবিষ্যতের জন্য ক্রিকেটার তৈরির দিকেও নজর দিচ্ছে।
অস্ট্রেলিয়া ৯ দিনের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে জ্যামাইকা ও সেন্ট কিটসে। সিরিজের প্রথম ম্যাচ হবে ২১ জুলাই।
অস্ট্রেলিয়ার একাদশ- মিচেল মার্শ (অধিনায়ক), জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচ ওয়েন, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, শন অ্যাবট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।