ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার

ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আর্চার
দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। চার বছরের বিরতির পর মাঠে নেমেছেন ভারতের বিপক্ষে। নেমেই ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক হয়েছেন তিনি। চতুর্থ ইনিংসে ১০৫ রানে নিয়েছেন ৫ উইকেট। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ড দলে টিকে যাওয়ার প্রত্যাশায় আছেন তিনি।

promotional_ad

আগামী শীতে অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজে খেলার ইচ্ছে পোষণ করেছেন আর্চার। জানিয়েছেন অ্যাশেজে খেলার প্রত্যাশা তার আগের মতোই আছে। ভারতের বিপক্ষে ৩৯.২ ওভার বোলিং করেছেন আর্চার। এখন সামনে তাঁর এক সপ্তাহ বিশ্রামের সুযোগ রয়েছে।


আরো পড়ুন

আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

৯ জুলাই ২৫
জফরা আর্চারের সঙ্গে সতীর্থরা

এরপর ২৩ জুলাই শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট, ওল্ড ট্র্যাফোর্ডে। আর্চার জানিয়েছেন, তিনি ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টই খেলতে চান, যদিও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট তার ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখতে তাকে বিশ্রামে রাখতে পারে বলে ধাওরণা করা হচ্ছে।


promotional_ad

সম্প্রতি স্কাই স্পোর্টসকে আর্চার বলেন, 'ডিসেম্বর পর্যন্ত আমার ওভারগুলো এখনও নির্ধারিত করা আছে। আমি বাকি দুইটা ম্যাচ খেলতে পারি, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। আমি এই সিরিজ হারতে চাই না। আমি ‘কিসিকে’ (ইংল্যান্ড দলের ব্যবস্থাপক রব কি) বলেছিলাম—আমি এই গ্রীষ্মে টেস্ট খেলতে চাই এবং অ্যাশেজও খেলতে চাই। মনে হচ্ছে একটা টিক তো পড়েই গেছে, আর এখন আমি সবকিছু করব যেন নভেম্বরে সেই বিমানে উঠতে পারি।'


আরো পড়ুন

আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

১৪ ঘন্টা আগে
শুভমান গিল, ফাইল ফটো

বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম নেতৃত্বাধীন নতুন ইংল্যান্ড দলের অধীনে আর্চারের এটি ছিল প্রথম ম্যাচ এবং এমন প্রত্যাবর্তনের ম্যাচেই অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন আর্চার। দীর্ঘ পুনর্বাসন শেষে ফেরার স্বস্তি ঝরেছে তার কণ্ঠে। স্বীকার করেছেন টেস্ট দলে ফেরাই তার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল।


আর্চার বলেছেন, 'টেস্ট ক্রিকেটই সম্ভবত এমন এক ফরম্যাট, যেটিতে ফেরাটা সবচেয়ে কঠিন। তাই আমি গত এক-দেড় বছর ধরে ৫০ ওভারের ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তখনও মাঝে মাঝে মনে হতো… বাজ (ম্যাককালাম) দায়িত্ব নেয়ার পর দল অনেক দুর্দান্ত ক্রিকেট খেলেছে। দল যেভাবে খেলে, সেটা আমার স্বভাবের সঙ্গেও মেলে। তাই আবার ফিরতে, এবং নিজের মতো খেলতে পারাটা সত্যিই দারুণ ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball