শিরোপা জিতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারল না সাউথ আফ্রিকা

আন্তর্জাতিক
শিরোপা জিতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারল না সাউথ আফ্রিকা
শিরোপা জিতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারল না সাউথ আফ্রিকা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে সাউথ আফ্রিকা। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনো আইসিসি শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা।

ম্যাচের শুরুতে অবশ্য সাউথ আফ্রিকার জয়ের সম্ভাবনা খুব একটা দেখা যায়নি। প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অস্ট্রেলিয়ার হাতে। তবে চাপ সামলে পরে দারুণভাবে ম্যাচে ফিরে আসে টেম্বা বাভুমার দল এবং এইডেন মার্করামের ব্যাটে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে শুধু ট্রফি নয়, আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও বড়সড় সাফল্য পেল সাউথ আফ্রিকা। চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তাদের অবস্থান ছিল তৃতীয়, রেটিং পয়েন্ট ছিল ১১১।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারানোর কারণে রেটিংয়ে তিন পয়েন্ট যুক্ত হয়েছে প্রোটিয়াদের। এতে করে সাউথ আফ্রিকা ১১৪ রেটিং নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে, ইংল্যান্ডকে পিছনে ফেলে। তবে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। রেটিং পয়েন্টে বড় ব্যবধান থাকায় বাভুমার দল অস্ট্রেলিয়াকে টপকাতে পারেনি।

আগামীকাল মঙ্গলবার গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ মৌসুমের চক্র। এখন সব দলের লক্ষ্য এই নতুন চক্রে সফলতা অর্জন করা।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা