ভারতের ৪ ভেন্যুতে নারী বিশ্বকাপ, কলম্বোতে খেলবে পাকিস্তান

আন্তর্জাতিক
ভারতের ৪ ভেন্যুতে নারী বিশ্বকাপ, পাকিস্তান খেলবে কলম্বোতে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরনো ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দুই দেশের সমঝোতা অনুযায়ী ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। একইভাবে ভারতে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানও খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কলম্বোর পাশাপাশি ভারতের চারটি ভেন্যুতে হবে ৫০ ওভারের বিশ্বকাপটি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়ামের পাশাপাশি বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামেও হবে ম্যাচগুলো।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক ভারত। এখনও সূচি প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ। কারণ উদ্বোধনী দিনে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবেন হারমানপ্রীতরা।

যেহেতু ভারতের মাটিতে পাকিস্তান কোন ম্যাচ খেলবে না ধরে নেয়া যাচ্ছে বাংলাদেশই হতে পারে প্রতিপক্ষ। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে মোট ২৮ ম্যাচ। ৮ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা দলগুলো জায়গা করে নেবে সেমিফাইনালে। আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর হবে প্রথম সেমিফাইনাল।

পাকিস্তান যদি সেমিফাইনালে উঠে তাহলে ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। তবে তাঁরা যদি উঠতে না পারে তাহলে গৌহাটিতে হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে তাহলে ম্যাচটি হবে কলম্বোতে। তবে তারা যদি গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠতে না পারে তাহলে ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তাদের পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। কিছুদিন আগে পাকিস্তানের লাহোরে হওয়া বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে সুযোগ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে সূচি প্রকাশ করবে আইসিসি।

আরো পড়ুন: নারী ক্রিকেট